আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৬
এম, এ কাশেম, চট্টগ্রাম : চট্টগ্রামের সর্বোত্র নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল জিনিসপত্র সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেলে ও কেনো জানি সরকার/প্রশাসন নিরব রয়েছে। বাজার মনিটরিং/তদারকিতে কার্যত কোনো ভূমিকা নেই বললেই চলে।সাংবাদিক/পত্রিকা ও পত্রিকার নিউজ এখন সরকার ও প্রশাসনের কাছে গুরুত্বহীন! তবে, সন্ত্রাসীদের কাছে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে ভূমিকা রেখে চলেছে!! সাংবাদিকরা পত্রিকায় ওই বিষয়ে নিউজ করলে ও সরকার/প্রশাসনের টনক নড়ে না। তবে, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং প্রশাসনের দু’নম্বরী কর্তাব্যক্তি সহ সকল ধরনের অপরাধ মূলক কর্মকান্ড নিয়ে পত্রিকায় নিউজ করলে তখন দেখা যায় ওই সব অপরাধ এর সাথে জড়িতরা সাংবাদিক ও পত্রিকাযর চৌদ্দগোষ্টি উদ্ধার করতে ও ছাড়ে না। সত্য কথা বলতে গেলে অতিত সময়ে পত্রিকায় করা যে কোনো নিউজকে গুরুত্ব দিয়ে তা তদারকি করে দ্রুত ব্যবস্থা নেয়া হতো। কিন্তু, এখন সরকার ও প্রশাসনের কাছে সাংবাদিক/পত্রিকা ও নিউজ এর কোনো গুরুত্ব নেই! তবে, দূর্নীতিবাজ এবং সন্ত্রাসী সহ সকল অপকর্মের হোতাদের কাছে ঠিক-ই এর গুরুত্ব রয়েছে। সাংবাদিকতার সু’দীর্ঘ বয়সে অতিত সময়ে পত্রিকায় নিউজ এর কারনে সরকার বা প্রশাসন যে ব্যবস্থা নিতেন তা এখন একেবারেই নেই বললেও চলে!! অতিতে এমন ও সময় গেছে যখন পত্রিকায় নিউজ হওয়ার পর সরকার ও প্রশাসনের কর্তাব্যক্তিরা যথাযথ ব্যবস্থা নিতেন তড়িৎ গতিতে। কিন্তু এখন আর তা নেই বললেই চলে। নিয়ন্ত্রনহীন বাজার গুলোতে বিবিধ: জিনিসপত্র সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অগ্নি মূল্যের পাগলা ঘোড়া সর্বোত্র ধাবড়িয়ে বেড়ালে ও প্রশাসনের যেনো করনিয় কিছু-ই নেই! অভিযোগ রয়েছে, একটি মহল বিশেষ সিন্ডিকেট করে প্রায় সকল জিনিসাধীর দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের ভোগান্তির শেষ সীমা অতিক্রম করিয়ে যাচ্ছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শাক্ সবজি থেকে শুরু করে সকল কাঁচা বাজার এ আকাশ ছোঁয়া দাম। বেশি দিন আগের কথা নয়, এক মুঠো শাক্ এর দাম ছিলো ১০/১৫ টাকা কিন্তু এখন তা বিক্রি হচ্ছে-২৫/৩০ এমন কি ৩৫ টাকা। যে মাছ প্রতি কেজি ছিলো ১৩০/১৩৫ টাকা তা এখন ১৮০/১৯০ টাকা। ১কেজি বয়লার মুরগির দাম ছিলো ১৩০/১৩৫ টাকা এখন তা বিক্রি হচ্ছে ২৪৫/২৬০ টাকা। আগের কথা বাদ দিলে ও অল্প কিছু দিন আগে ও যেখানে গরুর মাংস প্রতি কেজি বিক্রি করা হয়েছিলো ৫০০/৫৫০ টাকা সেখানে এখন বিক্রি করা হচ্ছে ৮০০/৮৫০ টাকা কেজি।আনুপাতিক হারে প্রায় সব জিনিসপত্র-ই এখন ওই আকাশ ছোঁয়া দামে বিক্রি হওয়ার কারনে অনেক-ই এখন বাজারে প্রবেশ করতে ও ভয় পাচ্ছে। অবিলম্বে চট্টগ্রামের সর্বোত্র বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এ আনতে সরকার’র নির্দেশনা ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ‘র দাবি উঠেছে সর্ব শ্রেণী ও পেশার মানুষের পক্ষ থেকে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |