আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪৯
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : দিন-রাত ২৪ ঘন্টার মধ্যে ১৬/১৮ ঘন্টা বিদ্যুৎ না থাকার অবস্থা উত্তর চট্টগ্রামের সর্বোত্র! এ রকম অবস্থা আর কখন/কোথায় হয়েছিলো? ডিজিটাল বাংলাদেশ থেকে স্মাট বাংলাদেশ হওয়ার এটা-ই কি নমুনা? উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ! আর কতো চলবে বাংলাদেশের মুসলমানদের নিয়ে এমন তামাশা? মুসলমানদের প্রধান ধর্মীয় মাস ‘মাহে রমজান’ মাসে তীব্র গরমের মাঝে এমন দূর্বীসহ অবস্থা! এবং সেহরী, ইফতার ও তারাবীহ নামাজের সময় বিদ্যুতের এমন রসিকতা!! আর কতো চলবে এমন দূর্বীসহ অবস্থায় বাংলাদেশের মুসলমানরা??? এমন প্রশ্ন চট্টগ্রামের হাজার/লক্ষ পরিবার/মানুষের সূত্র জানায়, আগের কথা আপাত:দৃষ্টিতে বাদ দিয়ে বলার প্রয়োজন, গতকাল দিনগত ভোর রাতে ফজরের নামাজের সময় বিদ্যুৎ চলে যাওয়ার পর থেকে এ রিপোর্ট পাঠানোর পূর্ব মুহুর্ত্ব (রাত ১২ টা ) পর্যন্ত বিদ্যুৎহীন পুরো চট্টগ্রাম। পুরো চট্টগ্রাম শহর এবং জেলার আওতাধীন প্রিয় সব উপজেলা গুলোতে বিদ্যুৎয়ের তীব্র লোডশেডিং এর যাঁতাকলে মানুষ একেবারেই অতিষ্ঠ হয়ে উঠেছে। চট্টগ্রাম শহরে বসবাসকারী অনেকের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাক্তি মোঃ জিয়াউল হক জানিয়েছেন, তীব্র গরমের সময় বিদ্যুৎয়ের অভাবে অতীষ্ট হওয়ার পাশাপাশি পানির সংকটে নামাজের জন্য ওজু করা দুরহ হয়ে পড়েছে। অপর দিকে রান্না বান্না করতে ও হিমসীম থেকে হচ্ছে। ফলে, ‘মাহে রমজান’ মাসের শেষ প্রান্তে এসে সেহরী খেয়ে রোজা রাখতে ও সিপাহী কষ্টকর: হয়ে পড়েছে রোজাদার মুসলমানদের। এমন অবস্থা অতিতের সকল রেকর্ড ভঙ্গ করার সামিল বলে ও মন্তব্য করছেন অনেকেই।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |