আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১৪
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে: বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ’র প্রথম দিন অতিবাহিত হচ্ছে ৩ বাসে আগুন’র মধ্যে দিয়ে। যান চলাচল কম এবং যথারীতি প্রধান চলাচল স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দেশের প্রধান বন্দরনগরী চট্টগ্রামে সকালে থেকেই অতিবাহিত হচ্ছে অবরোধের প্রথম দিন।
এদিন এ রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব (সকাল সাড়ে ১০টা) পর্যন্ত সড়কে সব ধরনের যানচলাচল ছিলো একেবারেই কম। তবে, সময়ের সাথে পাল্লা দিয়ে অবরোধ কারীদের কোনো ধরনের পিকেটিং বিহীন সড়কে যানবাহন চলাচল বাড়ার দৃশ্য ও দেখা গেছে। সড়কে অন্যান্য গাড়ি চলাচল করতে তেমন একটা দেখা না গেলেও রিক্সা, অটো-রিক্সা, টেম্পু, মিনিবাস সহ ব্যক্তিগত গাড়ির দাপট ছিলো চোখে পড়ার মতো।
এদিকে, সর্বাত্মক অবরোধের প্রথম দিনে চট্টগ্রাম থেকে যথাসময়ে ছেড়ে গেছে সবকটি ট্রেন, এমন তথ্য জানিয়েছেন চট্টগ্রাম রেলস্টেশন সূত্র। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম সংবাদ মাধ্যম কে এমন তথ্য দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে পাওয়া তথ্য জানা গেছে,, অবরোধের আগের রাতে চট্টগ্রামে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে রাত পৌনে ১০টার দিকে নগরের গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দিয়েছে মুখোসপরা দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে।
এরপর রাত সোয়া ৩টার দিকে বায়েজিদ বোস্তামী থানার চট্টগ্রাম-হাটহাজারী রোডের ট্যানারি বটতলা এলাকায় আরেকটি সিটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ১০ নম্বর বাসটিতে অজ্ঞাতনামা ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
অবরোধ শুরুর পর সকাল ৬টার দিকে নগরের ইপিজেড থানার সল্টগুলা ক্রসিং এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ জানায়, বাসটি যাত্রী তোলার জন্য দাঁড়ায়। ওই সময় যাত্রীবেশে দুজন উঠে বাসে আগুন দিয়ে দ্রুত নেমে পড়েন।
অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক স্বাভাবিক রাখা সহ সার্বিক নিরাপত্তায় চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় দুই প্লাটুন করে মোট চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার রাত ৯টা থেকে দুই উপজেলায় বিজিবির টিম টহল শুরু করে। দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো ধরনের নাশকতার ঘটনা যেনো ঘটতে না পারে সে জন্য বিজিবি মোতায়েন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
উল্লেখ্য, গত শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করে বিএনপি। একই দিন মতিঝিল শাপলা চত্বর এলাকায় সমাবেশ করে জামায়াতে ইসলামী। তবে, তেমন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া জামায়াতের কর্মসূচি শেষ হলে ও বিএনপি’র নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ঘটনা ঘটে। এতে এক যুবদল নেতা ও এক পুলিশ নিহত হওয়া ছাড়া ও পুলিশের ছোঁড়া টিয়ারসেলের আঘাতে এক সাংবাদিক ও নিহত হয়। এ ছাড়া ও সেখানে ব্যাপক সহিংসতার ঘটনা ও ঘটে।
আর ওই ঘটনার প্রতিবাদে পর দিন ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। পরে একই কর্মসূচি ঘোষণা করে জামায়াত। এরপর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা দিন সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় বিএনপি।
এক পর্যায়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুরূপ কর্মসূচি ঘোষণা করা হয়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |