আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:০৬
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার অংশে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাস এ তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা সহ ওই রোহিঙ্গা নারী কে আটক করে। বুধবার (১৯ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাস তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবেলট জব্ধ করা হয়েছে। আটককৃত রোজিনা বেগম কক্সবাজার জেলার টেকনাফ থানার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ব্লক ই-এর বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী। মীরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করা হয়। এ সময় তাকে সন্দেহ হলে নারী পুলিশ সদস্য দিয়ে দেহ তল্লাশী করে এক হাজার পিস ইয়াবা ট্যাবেলট জব্ধ করা হয়েছে। মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাদক আটক অভিযানের অংশে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ওই মহিলা কে আটক করা হয়েছে। আটকের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |