আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:০৩
‘বিডি দিনকাল’ চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সর্বাধিক জনপ্রিয়-কারাবন্দী (বর্তমান) বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসি এর ছোট ভাই জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার ভোর ফেনী মডেল থানার মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তার নিজ থানা সীতাকুন্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। র্যাব’র হাতে গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন চৌধুরী (৬৩) সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের দক্ষিণ ভাটিয়ারি এলাকার মৃত গোলাম হোসেন চৌধুরীর পুত্র এবং বিএনপি’র কেন্দ্রীয় নেতা আসলাম চৌধূরীর ছোট ভাই বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি চট্টগ্রামের বৃহৎ স্টিল মিল ‘রাইজিং স্টিল মিলস লিমিটেডের পরিচালক। সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ‘বিডি দিনকাল’ কে বলেন, ‘র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা কারাবন্দী আসলাম চৌধুরীর ছোট ভাই জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপি হিসেবে চট্টগ্রাম শহরের ডবলমুরিং, পাঁচলাইশ থানা ও নিজ থানা সীতাকুন্ড এবং ঢাকার মতিঝিল ও গুলশান থানায় মোট ৮টি মামলা রয়েছে। সব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মামলার সূত্রে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’ র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার সংবাদ মাধ্যমকে বলেন, ‘গত ২৪ জানুয়ারি বিভিন্ন সংবাদ মাধ্যমে শীর্ষ ২০ জন ঋণখেলাপির নাম প্রকাশিত হয়। ওই তালিকায় চট্টগ্রামের সীতাকুন্ড’র কারাবন্দী আসলাম চৌধুরীর রাইজিং স্টিল মিলস লিমিটেডের ১ হাজার ১৪২ কোটি টাকা ঋণের কথা উঠে আসে। এর পর বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে র্যাব।’ র্যাব কর্মকর্তা নুরুল আবসার আরো বলেন, ‘প্রাথমিক তদন্তে রাইজিং স্টিল মিলস লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বেসরকারি এবি ব্যাংক থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাতের ঘটনায় দুদকের মামলার তথ্য পাওয়া যায়। এর পর প্রযুক্তির সহায়তায় শুক্রবার ভোরে ফেনীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়।’ নুরুল আবসার বলেন, ‘কারাবন্দী আসলাম চৌধুরীর পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠান রাইজিং স্টিল মিলস লিমিটেড পুরোনো জাহাজ কিনতে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি ঋণপত্রের (এলসি) বিপরীতে এবি ব্যাংক চট্টগ্রাম শহরের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেননি। ওই ঘটনায় ২০১৬ সালের ১৭ জুলাই দুদকের উপসহকারী পরিচালক মানিক লাল দাশ বাদী হয়ে আসলাম চৌধুরী ও তার দুই ভাই জসিম চৌধুরী, আমজাদ চৌধুরী এবং আসলাম চৌধুরীর স্ত্রী নাজনীন মাওলাকে আসামি করে মামলা করেন।’ র্যাব-৭ কর্মকর্তা বলেন, ‘মামলার পর থেকে পলাতক ছিলেন জসিম উদ্দিন চৌধুরী। গত ৬ জানুয়ারি আদালত মামলাটির অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। অভিযোগ গঠনের দিন আদালতে উপস্থিত ছিলেন কারাগারে আটক আসলাম চৌধুরী। চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত আসামিদের বিচার শুরুর আদেশ দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ২ মার্চ দিন ধার্য রাখেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |