আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৩৪
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’র নির্দেশনা মোতাবেক ও কেন্দ্রীয় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক এবং সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকার এর সহযোগিতায় চট্টগ্রামের ‘তারুণ্যের সমাবেশ’ থেকে নিজ গ্রাম উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষ রাজনৈতিক দল (ক্ষমতাসীন) এর বখাটেদের হাতে লাঞ্ছিত ও পরে বাদ-বিচারহীন পুলিশি খাঁচায় বন্দী ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত’ র বাড়িতে শান্তনা ও সহানুভূতি জানাতে গিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। এ সময় তার সাথে ছিলেন, মীরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য এবং বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী সহ অন্যান্যরা। এ সময় স্থানীয় বিএনপি’র অন্যান্য নের্তৃবৃন্দরা ও উপস্থিত ছিলেন। এ দিকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকার কারাগারে বন্দী থাকা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত এর সাথে দেখা করে তার খোঁজখবর নেন। এবং তার মা এর সাথে ও দেখা করে কথা বলেন বলে প্রাপ্ত সংবাদে জানা গেছে। গোলাম আকবর খন্দকার আইনী প্রক্রিয়ার মাধ্যমে নুসরাত কে অতি দ্রুত জেল থেকে বের করে আনতে আইনজীবীর সাথে ও কথা বলেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |