আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:১১
এম, এ কাশেম, চট্টগ্রাম : বুধবার (১২ অক্টোবর) সকাল থেকে বিএনপি’র সমাবেশে খন্ড খন্ড মিছিল সহকারে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দলীয় নেতা-কর্মীদের পদভারে মুখর হয়ে উঠে দেশের প্রধান বন্দর নগরী চট্টগ্রাম শহরের ‘পলোগ্রাউন্ড’ ময়দান, সিআরবি, রেল অফিসার্স ক্লাব প্রাঙ্গন সহ এর আশ-পাশ এলাকা। সকালের এক পশলা বৃষ্টি উপেক্ষা করেই রাস্তায় হেঁটে ও বিভিন্ন চড়ে আসতে দেখা গেছে চট্টগ্রামের বিএনপি নেতা-কর্মীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের অভিযানের খবর ছড়িয়ে পড়ায় বিএনপি নেতাকর্মীরা সমাবেশের মাঠে, পলোগ্রাউন্ড মাঠের গ্যালারি, কার, মাইক্রো সহ সড়কে থাকা যানবাহনে রাতযাপন করে। বুধবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে বিএনপির সমাবেশ সফল করতে নেতা-কর্মীদের খন্ড খন্ড মিছিল আসতে থাকে সমাবেশস্থলে। বিকেল ৩টা থেকে পলোগ্রাউন্ড মাঠে বিএনপি’র সমাবেশ শুরু হয়। এই সমাবেশ সফল করতে প্রথমে সকাল থেকে চট্টগ্রামের টাইগারপাস এলাকায় আসতে শুরু করে বিএনপি নেতা-কর্মীরা। এ সময় রাস্তায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়েছে। সীতাকুন্ড থেকে আসা বিএনপি কর্মী আরিফ ও আলাউদ্দিন বলেন, ‘আমরা বাস নিয়ে রাতেই চলে আসি। এবং বাসে-ই ঘুমিয়েছি।’ বহদ্দার হাট থেকে আসা জাকির হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতে পুলিশি হয়রানির তথ্য জানতে পারি আমরা। তাই গ্রেপ্তার এড়াতে আমি সহ বহু নেতা-কর্মী আগের রাতেই চলে আসি এবং সমাবেশের মাঠে বসেই রাত পার করি।’
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |