চট্টগ্রামে মরহুম সেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম’র জানাজায় দলীয় নেতা-কর্মী সহ সাধারণ মানুষের ঢল! দাফন সম্পন্ন
চট্টগ্রামে মরহুম সেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম’র জানাজায় দলীয় নেতা-কর্মী সহ সাধারণ মানুষের ঢল! দাফন সম্পন্ন
প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং সাবেক ছাত্রনেতা মরহুম মোঃ সাইফুল ইসলাম এর জানাজা ৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টায় নিজ গ্রামের বাড়ি উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামস্থ মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। এর পর ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে পারবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় দলীয় নেতা-কর্মী, আত্মীয়- স্বজন, এলাকাবাসী, গন্যমান্য ব্যাক্তি বর্গ ও দল-মত নীর্বিশেষে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ শরিক হন। এর পর দলের বিভিন্ন পর্যায়ের নেতা- কর্মীরা তার কবর ও জিয়ারত করতে যান। এ সময় অন্যান্যদের মাঝে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক (১ নং) ও মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি/সম্পাদক মোঃ নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সরোয়ার উদ্দিন সেলীম এবং মীরসরাই উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ওমর শরিফ তাদের সহ-কর্মীদের নিয়ে আলাদা ভাবে তার কবর জিয়ারত করেন। এর পর তারা মরহুম সাইফুল ইসলাম এর অসুস্থ মা, ও তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের পারিবারিক বিষয়াদি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। নের্তৃবৃন্দ মরহুম সেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সবাই কে শান্তনা দেন। এবং তারা বিশেষ দোয়ার মোনাজাত ও করেন। নের্তৃবৃন্দ তার সকল ভুল-ত্রুটি/গুনাহ্ মাফ করে তাকে বেহেস্তের মেহমান বানিয়ে নেয়ার জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আল আমীন’র দরবারে বিশেষ আরজ রাখেন। অন্যদিকে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও জাসাস সহ দলের অঙ্গ এবং সহযোগী অন্যান্য সংগঠন গুলোর অপরাপর নের্তৃবৃন্দ ও পৃথক পৃথক ভাবে সেচ্ছাসেবক দল নেতা মরহুম সাইফুল ইসলাম এর কবর জিয়ারত করে তার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন। এবং রূহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।