এম, এ কাশেম চট্টগ্রাম থেকে:বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষায় নারী বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে মন্ত্রিত্ব আর দলীয় পদ হারানো মুরাদ হাসান সহ দু’জনের বিরুদ্ধে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। মামলার আবেদন করা অপর আসামি হলেন মহিউদ্দিন হেলাল নাহিদ প্রকাশ নাহিদ রেইন্স। রোববার (১২ ডিসেম্বর) দুপুর ১২ টায় চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম শাখার সভাপতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এএইচএম বদরুল আনোয়ার। অন্যদিকে ঢাকা এবং রাজশাহীর সাইবার ট্রাইবুন্যালে ডিজিটাল নিরাপত্তা আইনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো সংসদ সদস্য মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা করেছেন বগুড়ার এক আইনজীবী। রোববার (১২ ডিসেম্বর) সকালে রাজশাহীর সাইবার ট্রাইবুন্যাল আদালতে ওই মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা। এ সমল জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম’র অনেক সদস্য উপস্থিত ছিলেন।