আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫২
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ কে ১০টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মীরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দলীয় সূত্র জানায়, ২৮ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে চট্টগ্রামের আদালতে তার পক্ষে জামিনের আবেদন জানানো হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।
সিরাজ কে অন্যায় ভাবে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ও মীরসরাই থানা এবং জোরারগঞ্জ থানা যুবদল।
অনুরূপ ভাবে অন্য মামলার আসামি হিসেবে মীরসরাই উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন কে ও পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
দলীয় ভাবে এবং তার পরিবারের পক্ষ থেকে জামিনের আবেদন জানানো হলে আদালত তার ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চট্টগ্রাম উত্তর জেলা ও মীরসরাই উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
অনতিবিলম্বে যুবদল নেতা সিরাজ ও ছাত্রদল নেতা ফরহাদ এর নি:শর্ত মুক্তি দাবী করে করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নের্তৃবৃন্দ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |