আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৩৬
চট্টগ্রাম: চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে ৮০ স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের এক কর্মচারীকে আটক করা হয়েছে। শনিবার সকালে বিমানবন্দর এলাকা থেকে তাকে ওই স্বর্ণের বারসহ আটক করা হয়।
জানা যায়, সকাল সাড়ে ৮টায় শুল্ক গোয়েন্দা বিভাগ বিশেষ সংবাদের ভিত্তিতে সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তা রক্ষী বেলালের পকেট থেকে অবৈধভাবে আনা এসব স্বর্ণের বার উদ্ধার করে।
এর আগে সকাল ৮টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কোন যাত্রী ভ্যাট ফাঁকি দিয়ে এই বারগুলো এনেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, বিমানবন্দরের এক নিরাপত্তা রক্ষীকে ৮০ পিস স্বর্ণের বারসহ আটক করা হয়েছে। সে বলেছে, এই বারগুলো যাত্রী টয়লেটে পেয়েছে। সে এখনো আমাদের জিম্মায় আছে। আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হবে।।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |