আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪৯
এম, এ কাশেম চট্টগ্রাম : ২৮ জানুয়ারির মধ্যে দাবি না মানলে ৩০-৩১ জানুয়ারি দু’দিন পূর্ণদিবস কর্মবিরতি পালনের প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট (সিএন্ডএফ এজেন্ট) এসোসিয়েশন।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম (বিলু) মঙ্গলবার (২৪ জানুয়ারি) সংগঠনের সকল সদস্যদের চিঠি দিয়ে কর্মবিরতি পালনের কর্মসূচিতে অংশ নেয়ার আহŸান জানিয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে কাজী মাহমুদ ইমাম (বিলু) ‘বিডি দিনকাল’ কে জানান, কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালায় সিএন্ডএফ এজেন্টদের মৌলিক অধিকার পরিপন্থী কিছু বিধিবিধান সংশোধন, পণ্য চালান শুল্কায়নকালে পণ্যের এইচএস কোড ও সিপিসি নির্ধারণে প্রণীত বিভিন্ন বিতর্কিত আদেশ বাতিলের দাবিতে সারা দেশের কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে একযোগে এ কর্মবিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এাসোসিয়েশন এর পক্ষ থেকে। উপরোল্লেখিত দাবিতে দীর্ঘদিন আমরা সংগঠনের ব্যানারে আন্দোলন করে আসছি।
দাবি পূরণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর আশানুরূপ পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় শনিবার (২১ জানুয়ারি) ফেডারেশনের জরুরি সভায় দু’দিন পূর্ণ দিবস কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, শনিবারের (২৮ জানুয়ারি) মধ্যে লাইসেন্সিং বিধিমালার কিছু বিধিবিধান সংশোধন, এইচএস কোড ও সিপিসি ভুলের কারণে জরিমানা ও শাস্থিমূলক ব্যবস্থা গ্রহণের আদেশ বাতিল বিষয়ে ফেডারেশনের প্রস্তাবনা অনুসারে সংশোধন করা না হলে কর্মবিরতি পালন করা হবে। এ বিষয়ে ২৯ জানুয়ারি ফেডারেশন পক্ষ থেকে ঢাকায় সংবাদ সম্মেলন ও করা হবে বলে জানান দিয়েছেন তিনি ।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |