আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫৮
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : গ্রামীণ সুবিধাবঞ্চিত প্রান্তিক গ্রাহকদের মাঝে ব্যাংকিং সেবা ছড়িয়ে দিতে ও বৈধ চ্যানেলে রেমিট্যান্স আনয়ন এবং গ্রাহকদের আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের বারইয়ারহাট ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) সকালে মীরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ব্র্যাক ব্যাংকের মাস্টার এজেন্ট মোঃ আশরাফ উদ্দিন সোহেলের উপস্থাপনাযয় এতে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং চট্টগ্রাম রিজিয়নের টিম লিড কফিল উদ্দিন, এআরও মোঃ তানভীরুল ইসলাম, এআরই সৈয়দ মোঃ সাদমান আবেদীন, এএফও সবুজ সেন, ইশরাত সুলতানা তৃশা, গ্রাহক দীন মোহাম্মদ সহ বারইয়ারহাট এজেন্ট ব্যাংকিং এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় বক্তারা বলেন, নিজেদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য ক্ষুদ্র সঞ্চয়ের কোনো বিকল্প নেই। বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক রেমিট্যান্সের গুরুত্ব এবং গ্রাহকদের আর্থিক সচেতনতা নিয়ে ও মতবিনিময় করেন। এসময় ব্র্যাক ব্যাংকের আধুনিক ব্যাংকিং এর বিভিন্ন সুবিধার কথা তুলে ধরা হয়। উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
উল্লেখ্য, সুশাসন আর স্বচ্ছতা নিশ্চিত করে আস্থা হয়ে লাখো গ্রাহকের পাশে আছে দেশের সবচেয়ে বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক। আধুনিক ব্যাংকিং এর সকল সুবিধা সম্বলিত দেশজুড়ে অসংখ্য এজেন্ট ব্যাংকিং এর মত লেনদেন করুন আস্থার সাথে আমরা আছি আপনার পাশে এ স্লোগানে বারইয়ারহাট এজেন্ট ব্যাংকিং আউটলেট ২০১৮ সাল থেকে নিত্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |