আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:০২
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ নুরুল আলম ওরফে হোছাইয়া (৭২) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব–৭) এর একটি চৌকস টিম । নগরীর ডবলমুরিং থানার বেপারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি নুরুল আলম ফটিকছড়ি থানার ফতেহপুর এলাকার মৃত আব্দুল গণির পুত্র। গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ২০ বছর নানা পরিচয়ে আত্মগোপনে ছিলেন তিনি।
র্যাব সূত্র জানায়, ১৯৮৯ সালে ফটিকছড়ি থানার ফতেহপুর এলাকায় নিজ বাড়ির সামনের রাস্তা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আসামি মোঃ নুরুল আলমের এক লোক ভিকটিমের ঘাড়ে রামদা দিয়ে কোপ দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০০৪ সালের ১৯ মে আসামি মোঃ নুরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এবং তা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড ও দেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |