আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২২
‘বিডি দিনকাল’ চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খাবারের দোকানে কথাকাটাকাটির জেরে শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে বুধবার রাত ১০টার দিকের ওই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের দুই গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের নেতাকর্মীদের মধ্যে রাতে কথাকাটাকাটি থেকে সংঘর্ষ হয়। সেই সময় সিএফসির কর্মীরা শাহ আমানত হলের সামনে এবং সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান নিয়ে ঢিল ছুঁড়তে থাকে।
দেড় ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সিক্সটি নাইন গ্রুপের নেতা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাহফুজ আল মামুন (সিক্সটি নাইনের নেতা) ‘ঢাকা হোটেলে’ খেতে গেলে সিএফসির কিছু কর্মী তার ওপর অতর্কিত আক্রমণ করে।”
সিক্সটি নাইন গ্রুপের এ অভিযোগের বিষয়ে জানতে সিএফসির নেতা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ফোন করলে তিনি ধরেননি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ বলেন, “কথা কাটাকাটি থেকে ঝামেলা হয়েছিল। আমরা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।”
কয়েকজন ‘সামান্য ব্যাথা পেয়েছে’ জানিয়ে তিনি বলেন, “তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তবে গুরুতরভাবে কেউ আহত হয়নি।”
ছাত্রলীগের গ্রুপ সিএফসির নেতাকর্মীরা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।
অপরদিকে, সিক্সটি নাইনের নেতাকর্মীরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী বলে পরিচিত।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |