আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৩১
এম, এ কাশেম \ চট্টগ্রামঃ চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানাধীন স্টিলমিল বাজারের খালপাড়ে যাত্রীবাহী বাস চাপায় রিক্সাারোহী নারী ও শিশু সহ একজন পথচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন- আরিফা খাতুন (৪৪), তার ভাতিজি আয়শা আক্তাার মিম (৯) ও রেজাউল করিম (২৫) নামে এক পথচারী।
শুক্রবার (১৮ জুন) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনতার সহায়তায় পুলিশ বাস চালককে আটক করতেদ সক্ষম হয়েছে।
ইপিজেড থানার পরিদর্শক রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, স্টিলমিল বাজার সংলগ্ন খালপাড় থেকে বাসটি ইপিজেডের দিকে যাওয়ার রিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফা খাতুন (৪৪), তার ভাতিজি আয়শা আক্তাার মিম (৯) ও পথচারী রেজাউল করিম (২৫) মারা যান। বাস ও চালককে আটক করা হয়েছে।
এ দিকে নগরীর কর্ণফূলীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে, নিহত ২ হয়েছেন এবং আহত হয়েছেন ১৬জন।
পাওয়া সূত্রে জানা গেছে, কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। তনিহতরা হলেন- দক্ষিণ চট্টগ্রামের পটিয়ার দক্ষিণ মালিয়ারা এলাকার নুরুল আমিনের পুত্র নুরুল আবসার (৪৬) ও অজ্ঞাত পরিচয়ের ১৮ বছর বয়সী এক তরুণ।
এ ঘটনায় আহত হয়েছেন আর ও ১৬ জন। এদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে- ডেইজি সর্দার (৩৪), রুবেল (৩০), সুমন দে (২৭), সুমন চৌধুরী (৩১), রিটন দেব (৪৩), রহমত আলী (৪৬), পিল্টু দাশ (২৮), কবির বিশ্বাস (৪৯), বেলাল (৩৫), মুজিবুল হক (৫৩), ইরফান (২২), রিজিয়া বেগম (৩২), সোহাগ মিয়া (২৯) এবং অজ্ঞাত পরিচয়ের ২৬ ও ২৮ বছর বয়সী ২ জন পুরুষকে। এ ছাড়া ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে মোঃ ইদ্রিসকে (৫২) নামক আরো ১জনকে।
শুক্রবার (১৮ জুন) বিকেল সোয়া ৩টার দিকে এখানে এ দুর্ঘটনাটি ঘটে।
সিএমপির কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার এলাকার ফিলিং স্টেশনের সামনে একটি সিএনজি, বিআরটিসির বাস ও লোকাল বাস এর ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে নারী, পুরুষ ও শিশু সহ অন্তত: ১৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পাঠানো হয়েছে। এর মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে ও জানান তিনি।
তিনি জানান, একটি সিএনজি অটোরিক্সাকে সাইড দিতে গেলে দ্রæতগতির বিআরটিসি বাসটি উল্টোপথে চলে আসে। এতে আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ’র ঘটনা ঘটে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |