আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:১১
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামে গড়ে ওঠা অন-অনুমোদিত আইপি টিভি, অনলাইন নিউজ পোর্টাল, পোর্টাল ব্লগসহ অনলাইন টিভির বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা–২০১৭ (২০২০ সালে সংশোধিত) এবং জাতীয় সম্প্রচার নীতিমালা–২০১৪ লঙ্ঘন ও অমান্য করে গড়ে ওঠা এসব অনলাইন সংবাদমাধ্যমের অফিস সিলগালা এবং মালামাল জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ও হিমাদ্রী খীসা গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি–২ শাখার নির্দেশনা মোতাবেক এই অভিযান পরিচালনা করা হয়। গতকাল দুপুরে নগরীর ওয়াসার মোড়ে সিপ্লাস টিভি, লালখান বাজারে দৈনিক অর্থনীতি ও এসবি টিভি
কার্যালয়ে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। অভিযানে অনিবন্ধিত আইপি টিভিগুলোর ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার, ল্যাপটপসহ সকল যন্ত্রপাতি জব্দ করে পুরো কার্যালয় সিলগালা করে দেওয়া হয়। একইসাথে বিদ্যুৎ, ওয়াইফাই ও সার্ভার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
ওইদিন জিইসি মোড়ে সেন্ট্রাল প্লাজার পেছনের গলির একটি ভাড়া বাসায় অবৈধভাবে পরিচালিত অনিবন্ধিত আইপি টিভি সি–ভিশন ও গোলপাহাড় মোড় এলাকার টুয়েন্টিফোর টিভি কার্যালয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। এই অনিবন্ধিত চ্যানেলেরও যাবতীয় যন্ত্রপাতি জব্দ করে সিলগালা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ বলেন, সিপ্লাস টিভি, দৈনিক অর্থনীতি, টুয়েন্টিফোর টিভি ও এসবি টিভি কার্যালয়ে অভিযান পরিচালনা করে সিলগালা করে দেওয়া হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। কথিত আইপি টিভিগুলোর যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। তিনি জানান, এসব অনলাইন টিভির নিবন্ধন নেই। দীর্ঘদিন ধরে জাতীয় সম্প্রচার নীতিমালা–২০১৪ লঙ্ঘন করে তথ্য–উপাত্ত ও কনটেন্ট সম্প্রচার করে আসছিল তারা। অনলাইন চ্যানেল/টিভি, পোর্টাল–ব্লগের তথ্য–উপাত্ত, কনটেন্ট প্রচার, প্রকাশ ও সম্প্রচারের ক্ষেত্রে দি সেন্সরশিপ অব ফিল্মস আইন, ১৯৬৩; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬; বাংলাদেশ টেলিযোগাযোগ আইন–২০০১; কপিরাইট, ট্রেডমার্কস, প্যাটেন্টস ডিজাইনসহ দেশের প্রচলিত সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান লঙ্ঘন করে আসছে।
এদিকে অনুমোদনবিহীন টোয়েন্টিফোর টিভি কার্যালয়ে অভিযান চালানোর সময় বিপুল পরিমাণ ভেজাল মশলা, ভেজাল ভোজ্যতেল, ভেজাল হেয়ার অয়েল ও ভেজাল মধু পাওয়া যায়। বিএসটিআইয়ের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। টোয়েন্টিফোর টিভি কার্যালয়ে অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা।
চট্টগ্রামে অবৈধ ও অনিবন্ধিত অনলাইন টিভি–চ্যানেলসমূহ বন্ধ করতে মহানগর ও উপজেলায় অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানানো হয়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |