আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:০৭
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ ও যুবদল নেতা আরিফুর রহমান আরিফকে গ্রেপ্তার করেছে নগরীর বন্দর থানা পুলিশ।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পরে নগরের বন্দর থানার কলসি দিঘি সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুরুল কাদের মজুমদার।
তিনি বলেন, একটি পুরাতন মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে এম এ আজিজ ও আরিফুর রহমান আরিফকে গ্রেপ্তার করায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
বিবৃতিতে নের্তৃবৃন্দ বলেন, আসন্ন ৭ জানুয়ারীর আসন ভাগাভাগির ডামি নির্বাচন একতরফা ভাবে করে আবারও রাষ্ট্রক্ষমতা দখল করতে আওয়ামী সরকার বিএনপি নের্তবৃন্দকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করছে। বিএনপিকে নর্তৃত্বশুন্য করতেই সরকার বিএনপির সিনিয়র নের্তৃবৃন্দকে ধারাবাহিক ভাবে গ্রেপ্তার করে যাচ্ছে। বর্তমান সরকার বিএনপির নের্তৃত্বে চলমান একদফার অসহযোগ আন্দোলনে ভীত হয়ে পড়েছে। তাই সরকার গ্রেপ্তার নির্যাতন চালিয়ে বিএনপি’র আন্দোলন দমন করার চেষ্টা করছে। এর ধারাবাহিকতায় পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিএনপি নেতা এম এ আজিজ ও যুবদল নেতা আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |