আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৫১
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা অপ্রতুল হওয়ায় গত দুই দিনের টানা বর্ষনে চট্টগ্রাম শহরের অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে থাকায় বসবাস কারীদের দূর্ভোগ চরমে ঠেকেছে। সূত্র জানিয়েছে, শনিবার দিবাগত রাত ১২ টা থেকে একটানা ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম শহরের অধিকাংশ এলাকায় পানি জমে যায়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা অপ্রতুল হওয়ার কারণে স্ব স্ব এলাকায় বসবাস কারীরা এক প্রকার বাসা/বাড়িতে আটকা পড়ে থাকতে বাধ্য হয়েছে। এতে অনেকের রুজি- রোজগার ও বন্ধ হয়ে পড়ে। ফলে, কর্মজীবি মানুষরা বেকার হয়ে পড়ায় পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে রয়েছে। গত দুই দিনের প্রবল বর্ষনে শহরের নিম্নাঞ্চল এলাকা পানিতে ডুবে যায়। রাতের গভীর হওয়ায় অনেক দোকান পাঠে মালামাল ও নষ্ট হয়ে যায়। চট্টগ্রাম শহরে বসবাসকারী জনহৈতেষী মুহাম্মদ জিয়াউল হক জানান, চট্টগ্রাম মহানগরীর ওয়াশা, গরীবুল্লাহ শাহ, খুলশি, ইস্পাহানি মোড়, ষোলশহর দুই নম্বর গেইট, মুরাদ পুর, শুলকবহর, বহদ্দারহাট চকবাজার ও ডিসি রোড সহ আশপাশের এলাকায় পানি থৈ থৈ করছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকা বাকলিয়ার আংশিক অংশে রাস্তার ওপর দিয়ে প্রবলভাবে পানি প্রবাহিত হতে দেখা যায়।এইচ এসসি পরীক্ষা থাকায় ওই সব এলাকার অনেক অভিভাবক ও পরূক্ষার্থী সিমাহীন বিড়ম্বনায় পড়তে হয়েছে। সকাল সাতটা থেকে ঘন্টা দুয়েক বিরতি দিয়ে পুনরায় ভারি বৃষ্টিপাত: অনেক এলাকা প্লাবিত করে ফেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচলাইশ থানা এলাকায় পাহাড় ধ্বসে বাবা মেয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করনে তাদের কর্ম তৎপরতা অব্যাহত রয়েছে। এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে বসবাসকারীদের সরিয়ে দেয়ার কার্যক্রম ও চলমান রয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |