আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:০৩
এম, এ কাশেম \ চট্টগ্রামঃ কঠোর বিধি: নিষেধের মধ্যে ও বিয়ে অনুষ্ঠানের খানাপিনায় অংশ নিতে যাচ্ছিলেন একদল বরযাত্রী নারী-পুরুষ।
আলোচিত এ ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট এলাকায়। গণপরিবহন বন্ধ থাকায় তারা চেপে বসেছিলেন রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে! ভেবেছিলেন হয়তো বা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে রাতের আঁধারে গন্তব্যে পৌঁছাতে পারবেন তারা। কিন্তু চকবাজার মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টার থেকে রওনা দিয়ে নতুন ব্রিজ এলাকার গন্তব্যে যাওয়ার আগেই তারা আঁটকে গেলো বহদ্দারহাট চেক পোস্টে দায়িত্বরত: সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের সার্জেন্ট মোহাম্মদ সাহেদ এর কঠোর নজরদারীতে। তিনি একে একে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে আনলেন ১২জন নারী-পুরুষ যাত্রীকে।
সরকারি আদেশ অমান্য করে লাশবাহী গাড়িতে বিয়ের যাত্রী ভাড়া খাটানোর অপরাধে চালকের বিরুদ্ধে দিয়েছেন মামলা।
গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) রাত পৌনে দশটার দিকে এমন-ই ঘটনা আলোচিত ঘটনা ঘটেছে নগরীর চান্দগাঁও থানার বহদ্দার মোড়ে।
বিষয়টি নিশ্চিত করে সার্জেন্ট মোহাম্মদ সাহেদ সাবাদিকদের জানান, ‘রাতে ডিউটিকালীন সময়ে বহদ্দারহাট মোড়ের ‘চেক পোস্ট’ এ একটি অ্যাম্বুলেন্সকে সংকেত দেয়া হয়। সেখানে রোগীর বদলে দেখা যায় বিয়ের বরযাত্রী সবাই। নারী-পুরুষ মিলিয়ে তারা ১২ জন চকবাজার মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টার থেকে রওনা দিয়ে নতুন ব্রিজ যাচ্ছিলেন। ‘লক্ ডাউন’র আদেশ অমান্য করায় ওই সময়ে কোনো ভ্রাম্যমাণ আদালত না থাকায় তাদেরকে শান্থির আওতায় আনা যায়নি। তবে, অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।’
যদিও বা তারা ঠিকই নতুন ব্রিজ হয়ে তাদের গন্তব্যস্থলে যাওয়ার সুযোগ পেয়েছে। তবে. সার্জেন্ট সাহেদ এর এহেন নজরদারীতে অন্যান্যরা ও সতর্ক হবেন বলে ও আশা করছেন অনেকেই।
এর আগে বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার ভ্রাম্যমাণ আদালত রোগী বেশে যাত্রী পরিবহনের অপরাধে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সকে আটক করে । সরকারি হাসপাতালের এই অ্যাম্বুলেন্সে করে ৮ জন যাত্রী বহন করার অপরাধে তাকে এক হাজার টাকা জরিমানা করে আদালত।
সিএমপির ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে ৮৮টি মামলা দায়েরের পাশাপাশি ও ৫৪টি গাড়ি আটক করে।
এছাড়া ‘লক্ ডাউন’র বিধি নিষেধ অমান্য করায় জেলা প্রশাসনের ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৭টি মামলা দায়েরের পাশাপাশি প্রায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |