আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৫১
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :- দেশের সংখ্যা ঘনিষ্ঠ মুসলমানদের প্রধান ধর্মীয় ত্যাগ- তিতিক্ষার দিন পবিত্র ঈদ- উল-আযহা উপলক্ষে ঈদের দিন পশু কোরবানি এবং এর চামড়া ছিলানো এবং মাংস কাটার জন্য বিভিন উপকরণ সামগ্রী, যেমন- ছুরি, চাপাতি, দা, বঁটি, ছোট কুড়াল সহ ওই রকম নানাবিধ: সরঞ্জামাদি কেনার ধুম পড়েছে। ওই গুলো সংগ্রহ করতে নানা: পেশার কর্মজীবি মানুষ কামার দোকান গুলোতে অধিকহারে ভীঁড় করছে। এ জন্য শহরে নয় গ্রামাঞ্চলের মানুষ ছুটে যাচ্ছে কামার দোকান গুলোতে। তবে, এখন কামার দোকানী ছাড়া ও গুটি কতেকজন ব্যবসায়ি মনোভাবের বশবর্তী: হয়ে তা বাজারের বিভিন্ন স্থানে বিক্রি করতে ও দেখা যায়/যাচ্ছে। এতে দাম একটু বেশী হলে ও অনেকেই দুর্ভোগ পোহানো থেকে পরিত্রাণ পেতে ওদের কাছ থেকেই কিনে নিচ্ছে। আর যাদের পূর্বে কেনা ছিলো তারা শান দিতে ভিড় করছে কামার দোকান গুলোতে।
তাছাড়া মাংস কাটার চাকতি, যাহা তেতুল গাছের গুঁড়ি কেটে তৈরি করা হয়। শক্ত অনেকটা মোড়ার মতো দেখতে। এর ওপর পশুর হাঁড় রেখে কুপিয়ে কুপিয়ে টুকরো টুকরো করা যায় খুব সহজে। এই উপকরণ গুলো তৈরিতে টুং-টাং শব্দে মুখরিত কামার দোকান গুশো। এবং তা বিক্রি করতে অবিরাম ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে কামার দোকানীদের।
কোরবানি করার আনন্দের ব্যস্ততার মাঝে সবাইকে খুব বেশী করে মনে রাখা জরুরী যে, কোরবানির নামে গরু ছাগল বা অন্যান্য পশু জবাই আর ভুরিভোজ করা-ই কোরবানির আসল উদ্দেশ্য নয়। বরং, কোরবানি মানে, মনের পশুত্বকে কোরবানি করার মাধ্যমে নিজের কলহ পরিস্কার রাখা। আর তাতেই ত্যাগের মহিমায় সার্থক হবে এবং মহিমান্বিত হবে কোরবানির ঈদ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |