- প্রচ্ছদ
-
- চট্টগ্রাম
- চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনএফ মনোনীত প্রার্থী এম এম ইউসুফ’র গণসংযোগ: টেলিভিশন প্রতীকে ভোট প্রদানের আহবান
চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনএফ মনোনীত প্রার্থী এম এম ইউসুফ’র গণসংযোগ: টেলিভিশন প্রতীকে ভোট প্রদানের আহবান
প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৩ ১২:১৫ অপরাহ্ণ
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত টেলিভিশন প্রতীকের প্রার্থী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারী ও চট্টগ্রাম জেলার
সাধারণ সম্পাদক, সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি এবং
বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি
লায়ন এম, এম ইউসুফ তার নির্বাচনী প্রতীক টেলিভিশন এ ভোট প্রার্থনায় শুক্রবার (২৯ ডিসেম্বর) দিনভর মীরসরাইয়ের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
তিনি সকালে বারইয়ারহাট পৌরসভা বাজারে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সাথে করমর্দন করে কৌশল বিনিময় করেন। এর পর তিনি উপজেলার ১ নং করেরহাট ও ২ নং হিঙ্গুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগে গিয়ে বিভিন্ন বয়সী নারী-পুরুষের সাথে সাক্ষাত করে তার টেলিভিশন প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।
বিএনএফ মনোনীত টেলিভিশন প্রতীকের প্রার্থী এম, এম ইউসুফ তার নিজ গ্রামের বাড়ি এলাকা আজম নগর ও পূর্ব হিঙ্গুলী-ইসলামপুর গ্রামের বিভিন্ন নারী-পুরুষের সাক্ষাতে তাদের সুখ-দুঃখের কথা শোনেন।
তিনি নির্বাচিত হলে এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যাক্ত করেন। এবং এলাকার মানুষের ভাগ্যেন্নয়নে নিজেকে সব সময় পাশে পাওয়ার আশ্বাস দেন।
Please follow and like us:
20 20