- প্রচ্ছদ
-
- চট্টগ্রাম
- চট্টগ্রাম ১ মীরসরাই আসনে নৌকা পক্ষের সন্ত্রাসী হামলা ঈগল’র ৬- কর্মী আহত: উভয় কর্মী-সমর্থকদের মাঝে চরম উত্তেজনা
চট্টগ্রাম ১ মীরসরাই আসনে নৌকা পক্ষের সন্ত্রাসী হামলা ঈগল’র ৬- কর্মী আহত: উভয় কর্মী-সমর্থকদের মাঝে চরম উত্তেজনা
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ
এম, এ কাশেম চট্টগ্রাম থেকে : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে আওয়ামী লীগ মনোনীত, আওয়ামী লীগ সরকারের সাবেক গণপূর্ত মন্ত্রী ও স্থানীয় আওয়ামী দলীয় এমপি এবং বর্তমান কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র মাহবুবুর রহমান রুহেল এর নৌকা পক্ষের সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হওয়া চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক আওয়ামী দলীয় চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিনের ঈগল প্রতীকের ৬ জন কর্মী/সমর্থক আহত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্রে পাওয়া খবরে প্রকাশ-বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ডোমখালীতে এ হামলার ঘটনা ঘটেছে। এতে গিয়াস উদ্দিনের ঈগল প্রতীক এর ৬ কর্মী আহত হয়েছে।
আহতরা হলেন, বেলায়েত হোসেন (৬৫), ওমর ফারক রুবেল (২৮), ফজলুল করিম (৪০), রাসেদুল আবরার (২২), জসিম উদ্দিন (৩২) ও কামরুল ইসলাম (৪৩)।
আহতদের মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়ক যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট জানান, বৃহস্পতিবার দুপুরে সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গোপাল সর্দার বাড়িতে ঈগল প্রতিকের ভোটার স্লিপ বিতরণের সময় নৌকার প্রার্থী মাহবুব উর রহমানের অনুসারী রিপন, ইমতিয়াজ, অভি, মিনহাজুল, রবি জাবেদ সহ ১০-১২ জনের একটি গ্রুপ তাদের ওপর হামলা চালায়। হামলায় আমাদের কর্মী গুলো আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, তারা নির্বাচন বানচালের জন্য মিথ্যাচার করছে। স্বতন্ত্র প্রার্থীর লোকদের মধ্যে ঝামেলা হয়েছে। শুধু শুধু নৌকার প্রার্থীর কর্মীদের উপর দোষ চাপানো হচ্ছে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় এক পক্ষের সাথে অন্য পক্ষের কমীদের হাতাহাতির কথা শুনেছি। তবে, এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us:
20 20