আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৫৬
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সিংড়া এলিগেন্স নামে একটি দূরপাল্লার যাত্রীবাহী চলন্ত বাসে গত মঙ্গলবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি কালে ডাকাতদের ভয়ে যাত্রীরা আতংকিত হয়ে হুড়োহুরি করতে গিয়ে এবং ছুরিকাঘাতে ২৮ জন আহত হয়েছেন। ডাকাতি চলাকালিন সময় খবর পেয়ে পুলিশ দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয় ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ৪০ জন যাত্রী নিয়ে সিংড়া এলিগেন্স নামে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে নাটোরের উদ্দেশে ছেড়ে দেয়। হেমায়েতপুরের বাইপাস থেকে ডাকাতরা বাসে ওঠে পুরো বাসের নিয়ন্ত্রণ নেয়। তারা টাঙ্গাইল পর্যন্ত যায়। পরে আবার বাসটি সাভারের উদ্দেশ্যে রওনা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পুলিশ অবস্থান নেয়। পরে এই স্থানে বাসটি এসে পৌছলে পুলিশ ডাকাতদের আটক করে বাসটি জব্দ করা হয়। ডাকাতি শেষে চালক পুলিশের অবস্থানের টের পেয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে বাসটি থামিয়ে চালক নেমে যায়। এ সময় চালককে আটক করতে না পারলেও দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক ডাকাতরা হলেন- ফিরোজ ও হৃদয়। তাদের বিস্তারিত পরিচয় মামলার পর জানাতে চেয়েছেন পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আটক বাসের এক স্টাফের পরিচয়ও জানায়নি পুলিশ। পরে তাদের সাভার মডেল থানায় আনা হয়। পরে আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান।
এব্যাপারে ওই বাসের সুপারভাইজার মকবুল হোসেন বলেন, আমরা রাত ১০টার দিকে গাবতলী থেকে গাড়ি ছেড়ে দেই। গাড়িটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে পৌঁছালে যাত্রীবেশে ৫ জন ডাকাত গাড়িতে ওঠে। গাড়িতে ওঠেই আমাদের ছুরি দিয়ে আঘাত করে গাড়ি নিয়ন্ত্রণে নেয়। ডাকাতরাই গাড়ি চালাতে থাকে। তারা সারা রাত ঘুরিয়ে আমাদের কাছে থাকা টাকা ও যাত্রীদের সর্বস্ব লুট করে ভোরে সিঅ্যান্ডবিতে এনে গাড়ি থামায়। এ সময় পুলিশ দুই ডাকাতকে আটক করে
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |