এর আগে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টির ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির প্রায় দেড় ঘণ্টার সংলাপ হয়। বিএনপির পক্ষেডেস্ক দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টি (কাজী জাফার) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এর নেতৃত্বে ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবীব লিংকন ,প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান,প্রেসিডিয়াম সদস্য মোঃ সেলিম মাস্টার প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মজিবুর রহমান ,প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মওলানা রুহুল আমীন ,যুগ্ম মহাসচিব এ এস এম শামীম ,যুগ্ম মহাসচিব কাজী মোঃ নজরুল ,দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন ।
বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের মূল দাবি, গণতন্ত্রর মাতা বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ প্রায় ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং এই সরকারের পদত্যাগ। পদত্যাগের পরই সংসদ বিলুপ্ত করা এবং একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। সেই নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি নতুন নির্বাচন কমিশনের অধীনে জনগণের ভোটে নতুন সরকার গঠন করা। এ বিষয়গুলোতে আমরা একমত হয়েছি।’
‘আমাদের প্রধান দাবি এই সরকারের পদত্যাগ। সংসদ ভেঙে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন মোস্তফা জামাল হায়দার ।’
বৈঠক সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে শুরু হয়ে শেষ হয় রাট ৮ টা ৩০ মিনিটে।এর পরেই সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টি (কাজী জাফার) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ।
এই সময় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান ,বিএনপির তথ্য ও গবেষণা স্পাদক জেড খান মো: রিয়াজ উদ্দিন নসু , চেয়ারপারসনের মিডিয়া উইডগসের অন্যতম সদস্য শায়রুল কবির খান ও সামসুদ্দিন দিদার ।
এর আগে গত ২৪ মে ২০২২ ইং মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য, ২৭ মে জোটের শরিক লেবার পার্টির সঙ্গে আলোচনা করেছেন বিএনপি নেতারা। এরপর ৩১ মে গণসংহতি আন্দোলন ও ১ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ২ জুন বৃহস্পতিবার কল্যাণ পার্টির সঙ্গে ,৭ জুন মঙ্গলবার বাংলাদেশ মুসলিম লীগের সাথে মতবিনিময় করলেন বিএনপি ।আর আজ ৮ জুন বুধবার ২০২২ ইং জাতীয় পার্টি (কাজী জাফর) অংশের সাথে মতবিনিময় করেন বিএনপি ।