আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪৪
নিজস্ব প্রতিবেদক।।চলমান লকডাউনেও উত্তরায় থেমে নেই ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জহুরুলের চাঁদাবাজী। লকডাউনে যেখানে খেটে খাওয়া দিনমুজুরিরা পেটের তাগিদে রাস্তায় বের হচ্ছেন রিক্সা নিয়ে তাদেরকেও মারধর করে টাকা নিচ্ছেন ট্রাফিকের এই কর্মকর্তা। তার চাঁদাবাজির বড় স্পট এখন উত্তরার সোনারগাঁও জনপদ রোডের (১২-১৩ নং সেক্টর) ময়লার মোড় চৌরাস্তা (কদমতলা চৌরাস্তা ট্রাফিক বক্স) ।
অভিযোগ উঠেছে মাসিক হার নির্ধারণ করে চালক বা লাইনম্যানকে দেওয়া হয় টোকেন। টোকেন এর বিনিময়ে মাসিক চাঁদা নেওয়া হয়।
নাসির নামের এক রিক্সা চালক বলেন , আমাদেরকে যে টোকেন দেয়া হয় এখানে একটা নাম্বার থাকে। টোকন সাথে থাকলে ট্রাফিক পুলিশ কোন সমস্যা করে না। টোকেন না থাকলে রিক্সা ধরে নিয়ে যায়।
ভুক্তভোগী একাধীক রিক্সা চালক জানান, সোমবার সকালে পেটের তাগিদে বের হই আমরা । দুপুরের দিকে উত্তরা সোনারগাঁও জনপদ ময়লার মোড় কদমফুল চত্বরে আসলে ট্রাফিক সার্জেন্ট বাহাউদ্দিন আটক করে। আমার মতো আরো ৮ জন রিক্সা চালককে আটক দেখতে পাই। তারাও লকডাউনে কেনো বের হয়েছে বলে গালিগালাজ করে সার্জেন্ট বাহাউদ্দিন। পরে ট্রাফিক বক্সে (টিআই) জহুরুল স্যারের কথা বলে প্রত্যেকের কাছ থেকে রিক্সা ছেড়ে দেওয়া বাবত ৮শত টাকা দাবী করে। আমরা টাকা দিতে অস্বীকার করলে তাৎক্ষনিক দুটো রিক্সা রেকার বিল করে। কিন্তু কোনো রশিদ দেওয়া হয় না । পরে আমরা সবাই ৪ শত টাকা করে তার হাত থেকে রিক্সা ছাড়িয়ে আনি।
ভুক্তভোগী রিক্সা চালকেরা আরো বলেন লকডাউনে এমনেই আমাদের আয় রোজগার নাই তার উপরে ট্রাফিক পুলিশের এমন অত্যাচার সহ্য করার মতো না।
অভিযোগ উঠেছে টিআই জহুরুল ট্রাফিক বক্সে গাড়ির কাগজপত্র দেখার নামে চালক এবং সহকারীকে পুলিশ বক্সে ডেকে অর্থ আদায়ের ঘটনা নতুন নয়।
স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক পুলিশ রীতিমত সিন্ডিকেট গঠন করে চাঁদাবাজি করছে বলে কেউ প্রতিবাদের সাহস পাচ্ছে না। এঁদের চাঁদাবাজির প্রধান শিকার রাস্তায় চলাচল করা অটোরিক্সা ।
এ বিষয়ে জানতে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জহুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রেকার করে রশিদ দেয়া হচ্ছে না বিষয়টি এমন নয়। চাদাঁবাজীর বিষয়টি তিনি এড়িয়ে যান।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |