আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৪৭
বিডি দিনকাল ডেস্ক : আজ ২৬ জুলাই মঙ্গলবার বিকেল ৫টায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এ বৈঠক হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
ইসলামি ঐক্যজোট চেয়ারম্যান মওলানা অ্যাডভোকেট আব্দুর রকিবের নেতৃত্বে মহাসচিব মওলানা অধ্যাপক আব্দুল করিম, ভাইস-চেয়ারম্যান মো. শাহআলম মাস্টার, ইঞ্জিনিয়ার শামছুল হক, সৈয়দ মোহাম্মাদ আহসান, শওকত আমীন, যুগ্ম-মহাসচিব ইলিয়াস আতাহারী, প্রচার সম্পাদক মওলানা আনোয়ার হোসাইন আনসারী, সহকারী সম্পাদক কামরুজ্জামান সদস্য ইলিয়াস রেজা উপস্থিত ছিলেন।
এরপর মঙ্গলবার সন্ধ্যায় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি সভাপতি কে এম আবু তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব আবদুল্লাহ আল হারুন সোহেল, প্রেসিডিয়াম সদস্য আহমেদ বদরুদ্দিন আহমেদ, এম এ মালেক, মিজানুর রহমান পাটওয়ারী, মো: ফারুক মিয়া, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মোহাম্মদ আবু সাঈদ, ঢাকা জেলা সভাপতি মো: হাসান মিয়া, ঢাকা জেলা সম্পাদক আনন্দ দে।
এদিকে সন্ধ্যা ৭-৪৫ মিনিটে ইসলামিক পার্টির সাথে সংলাপ করে বিএনপি। ইসলামিক পার্টির মহাসচিব আবু এডভোকেট আবুল কাসেম-এর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান সিদ্দিক আহমেদ নোমান, ভাইস-চেয়ারম্যান আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওত হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আদিলুর রহমান ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে বিএনপি স্হায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন ।
সরকার বিরোধী আন্দোলনে বৃহত্তর প্ল্যাটফর্ম গড়তে তুলতে বিএনপি মহাসচিব গত ২৪ মে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে। প্রথম দফায় মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, জোনায়েদ সাকির গনসংহতি আন্দোলন, সাইফুল হকের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে সংলাপ করেন তিনি।
এছাড়া এই পর্যন্ত বিএনপি ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি(কাজী জাফর),জাতীয় গণতান্ত্রিক পার্টি(জাগপা), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাপ-ভাসানী, মুসলিম লীগ, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম, সাম্যবাদী দল, ডেমোক্রেটিক দলের সাথেও সংলাপ শেষ করেছেন বিএনপি মহাসচিব।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |