- প্রচ্ছদ
- অপরাধ
- চলাচলের রাস্তা নিয়ে বিরোধ: আশুলিয়ায় ভাতিজার হাতে চাচা খুন
চলাচলের রাস্তা নিয়ে বিরোধ: আশুলিয়ায় ভাতিজার হাতে চাচা খুন
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২০ ১০:৫৯ পূর্বাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : চলাচলের রাস্তার বিরোধকে কেন্দ্র করে আশুলিয়ায় তিন ভাতিজার পিটুনীতে আফাজ উদ্দিন পলান (৭৫) এক বৃদ্ধ খুন হয়েছেন।
রোববার দিবাগত রাত সারে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার নুরজাহান মেডিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে শুক্রবার রাতে বাড়ির চলাচলের রাস্তার বিরোধকে কেন্দ্র করে আপন চাচা আফাজ উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করে তারই তিন ভাতিজা স্থানীয় আওয়ামী লীগ নেতা মজিবর রহমান পলান, যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন পলান ও মোহসিন পলান।
নিহত আফাজ উদ্দিন ঢাকার আশুলিয়ার তাঁজপুর এলাকার মৃত. রহম উদ্দিন পলানের ছেলে আফাজ উদ্দিন পলান।
হত্যায় জড়িতরা হলো- আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড তাজঁপুর এলাকার আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মজিবর রহমান পলান, তার ভাই মোহসিন পলান, যুবলীগ ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, মজিবর রহমানের ছেলে ফেরদৌস, স্ত্রী ফিরোজ বেগম, মোহসিনের স্ত্রী লতা বেগম।
এব্যাপারে নিহত আফাজ উদ্দিনের ছেলে সাত্তার বলেন, তাদের জমির উত্তর পাশ দিয়ে চলাচলের জন্য একটি রাস্তা বিবাদীদের দিয়েছেন। এরপরও তারা বাড়ির সামনে দিয়ে আরো একটি রাস্তা দাবি করে আসছিল। ওই রাস্তা দিতে রাজি হননি বলে বিবাদিরা তার বড় ভাই মোক্তার হোসেনকে মারধর করতে থাকে। এসময় রাস্তার পাশে দোকানে বসে থাকা তার পিতা আফাজ উদ্দিনের ওপর লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা তাকে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে রাজধানীর পঙ্গু হাসাপাতালে এবং পরে তাকে মোহাম্মদপুরের নুরজাহান মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
আশুলিয়া থানার ডিউটি অফিসার নাছের বলেন, ঘটনাস্থলে এসআই শেখ নাসিরের নেতৃত্বে পুলিশ গিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানান।
ক্যাপশনঃ আশুলিয়ায় ভাতিজাদের হাতে নিহত আফাজ উদ্দিন পলান।
Please follow and like us:
20 20