আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৭
চাঁদপুর: ‘ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নৌ-পুলিশের টহল দলের সঙ্গে জেলেদের সংঘর্ষ ও গুলিবর্ষণের পর চিকিৎসাধীন অবস্থায় মাসুদ (২২) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মৃত্যু হয় মাসুদের।
মাসুদ উপজেলার মুন্সীগঞ্জের কালিরচর এলাকার বাসিন্দা।
নৌ-পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘সোমবার দিবাগত রাতে মতলব উত্তরের মহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল হোসেন সরকারের নেতৃত্বে একটি দল মেঘনা নদীতে টহল দিচ্ছিল। এ সময় নদীতে কয়েকজন জেলে জাটকা নিধন করছিলেন। নৌ-পুলিশের টহল দলের সদস্যরা জেলেদের আটক করতে গেলে জেলেরা পুলিশের ওপর লাঠি, বৈঠা ও ইটের টুকরো নিয়ে হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষায় গুলি ছুড়লে মাসুদ নামের এক জেলে আহত হন। এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে আজ মঙ্গলবার ভোরে মৃত্যু হয় তাঁর।’
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |