আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৪
চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে বাসার ছাদ থেকে এক অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রুহুল আমিন (৭০) তিনি কুমিল্লার বড়ুড়া উপজেলার সমাজসেবা কর্মকর্তা থাকা অবস্থায় অবসরে যান।
বৃহস্পতিবার শাহরাস্তি পৌর এলাকার ৪নং ওয়ার্ডের নাওড়া এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। রুহুল আমিনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার স্ত্রী কামরুন্নাহারকে (৫২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী দুজন এখানে থাকতেন। তার তিন মেয়ে ও এক ছেলে ঢাকায় থাকেন। বুধবার তার মেয়েরা তাদের মোবাইল ফোনে একাধিকবার কল করেও পাচ্ছিল না। পরে বৃহস্পতিবার শামছুল আলম নামের এক প্রতিবেশীকে জানালে তিনি বাড়িতে এসে দেখেন বাড়ির দরজা বন্ধ। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির ছাদ থেকে রুহুল আমিনের লাশ উদ্ধার করেন। আর তার স্ত্রী কামরুন্নাহারকে আহত অবস্থায় বাসার একটি রুমে পান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার হাসপাতালে পাঠানো হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কামরুন্নাহার কুমিল্লার বড়ুড়া উপজেলার যুব উন্নয়ন অফিসে কর্মরত ছিলেন। দুই মাস আগে তিনি অবসরে যান।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে অজ্ঞান অবস্থায় এক নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। আর তার স্বামীর মৃতদেহ বাসার ছাদে পাই।
পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এ সম্পর্কে ভালোভাবে বলা যাবে। মৃতদেহের অবস্থা থেকে আমরা ধারণা করছি, দুই দিন আগে ঘটনাটি ঘটে থাকতে পারে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |