আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩১
চাঁদপুর : চাঁদপুর জেলা ছাত্রদলের একটি পথসভায় পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
আজ রোববার সন্ধ্যা পৌনে ৬টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে শহরের মেথা রোড এলাকায় এই ঘটনা ঘটে। আহত ছাত্রদল কর্মী আল আমিন জানান, তাদের পূর্ব ঘোষিত একটি বিক্ষোভ কর্মসূচী হিসেবে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করা হয়। এ সময় চাঁদপুর মডেল থানার পুলিশ এসে তাদের ব্যানার নিয়ে যায়, মিছিল ও সভা ভণ্ডুল করে দেয়।
তারা প্রশাসন থেকে লিখিত কোনো অনুমোদন না নিয়ে শুধু মৌখিক অনুমোদন নিয়েছিলেন বলে দাবি করেন তিনি। জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন বলেন, ‘আমারা সময়ের অভাবে প্রশাসন থেকে কোনো লিখিত অনুমোদন নিতে পারিনি এটা সত্যি, তবে মৌখিক অনুমোদন নিয়েছি। এ জন্য আমাদের ওপর পুলিশ লাঠিচার্জ করতে পারে না।’
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচী থাকলেও তারা আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। শহরে যানজটসহ আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় আমরা এই পথসভা বন্ধ করার চেষ্টা করি। কিন্তু তারা পাশে থেকে উল্টো আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে আমরা বাধ্য লাঠিচার্জ শুরু করি।’ পুলিশের দাবি এতে কেউই আহত হননি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |