আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪৯
চাঁদপুর :-আগামী ১০ অক্টোবর দেশের প্রাচীনতম চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃৃহস্পতিবার নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে নির্বাচনী পুনঃতফসিল ঘোষণা করে। আর তাই মেয়র পদের জন্য ক্ষমতার বাইরে থাকা বিএনপি প্রার্থীরা সক্রিয় হয়ে উঠেছেন।
ক্ষমতাসীন আওয়মী লীগ মেয়র পদে দলীয় একক প্রার্থী চূড়ান্ত করতে পারলেও বিএনপি তাদের একক প্রার্থী এখনও চূড়ান্ত করতে পারেনি।
একক প্রার্থী দিতে কৌশলগতভাবে এগোচ্ছে চাঁদপুর জেলা ও পৌর বিএনপি। এজন্য তারা এ নির্বাচনে যারা প্রার্থী হতে ইচ্ছুক তাদের দলের মনোনয়ন ফরম সংগ্রহ এবং পূরণ করে জমা দিতে বলেছে। এ ক্ষেত্রে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারও নেয়া হবে।
দলীয় ফোরামে নেতাদের আলাপ-আলোচনা এবং তৃণমূলের মতামত নিয়ে কেন্দ্রীয়ভাবে মেয়র প্রার্থী চূড়ান্ত করা হবে বলে আভাস দিয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সলিমউল্লাহ সেলিম।
তিনি আরও জানান, নির্বাচনে বিএনপির একক মেয়র প্রার্থী থাকবে। দলের বাইরে কোনো প্রার্থী থাকবে না। ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে। এদিকে মেয়র পদে দলের একক সমর্থন পেতে বিএনপির একাধিক প্রার্থী জোর লবিং ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।
এছাড়া কোনো কোনো প্রার্থী দলীয় মনোনয়ন পেতে লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমর্থন আদায়ের চেষ্টা করছেন বলে জানা গেছে।
বিএনপির একাধিক সূত্রে জানা যায়, মনোনয়ন পাওয়ার দৌড়ে যে চারজন এগিয়ে রয়েছেন তারা হচ্ছেন- চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
এক যুগের বেশি সময় ক্ষমতার বাইরে থাকা দলটি এখনও এক হতে পারছে না। কারা কারা জেলা আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলয়ের আর অন্যরা কার বলয়ের এমন হিসাব-নিকাশের দোলাচালের মাঝে ঘুরপাক খাচ্ছে এখানকার বিএনপির রাজনীতি।
দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকেও চাঁদপুরে দলীয় নেতাকর্মীদের মাঝে দ্বন্দ্ব, অবিশ্বাস, সন্দেহ একটুও কমেনি। চাঁদপুর পৌর নির্বাচনকে ঘিরে নতুন করে দ্বন্দ্ব দানা বাঁধতে শুরু করেছে বলে এখানকার বিএনপির কয়েকজন সক্রিয় কর্মী জানান।
উল্লেখ্য, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে স্থগিত করা হয় চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন। গত ২৯ মার্চ এ নির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে ১৬ মার্চ প্রজ্ঞাপন জারি করে নির্বাচন স্থগিত করে কমিশন।
চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদের বিদ্যমান প্রার্থী দু’জন হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান জুয়েল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ বেলাল।
আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান জুয়েল একক প্রার্থী হিসেবে অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তিনি আনেক আগে থেকেই প্রচারণা চালাচ্ছেন। তফসিলে বলা হয়েছে, স্থগিত মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের জন্য সময়সূচি ঘোষণা করা হল। এর মধ্যে শুধু মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সুযোগ পাবেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |