আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪২
ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে ঢাকার সেন্ট্রাল রোডের এই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন, সোহেল খান (২৮), আবদুল জলিল (৩৮), রফিকুল ইসলাম (৩৮), উজ্জ্বল হোসেন (৩৫), মো. জনি (২৫), অনিন্দ্র চৌধুরী (২৩), শিশির (২৫), তুষার (২৭), ইব্রাহিম (২৫), মাহি (২৪), সোহেল (২৫) ও মোশাররফ (৩০)।
স্থানীয়রা জানান, ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ছিল ফেরদৌসের। এসময় সেন্ট্রাল রোডে প্রয়াত সংগীত শিল্পী সুবীর নন্দীর মেয়ের বাসায় যান তিনি। তখন ১৮ এবং ১৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয় উভয়পক্ষ। পরে ঘটনাস্থলে ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের নির্বাচনী সমন্বয়ক টিমের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল মীমাংসা করে দেন।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মুন্সি বলেন, দুপুরে সেন্ট্রাল রোডে নির্বাচনী প্রচারণার জন্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ যান। এ সময় সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।
নিউমার্কেট থানা পুলিশের সূত্র জানিয়েছে, খবর পেয়ে থানা থেকে অনেকেই সেখানে গিয়ে উপস্থিত হন। তবে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন নিজেদের মধ্যে ঘটনা ঘটেছে। সিনিয়র নেতারা বিষয়টি সমাধান করে দিয়েছেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |