আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪৯
ফটিকছড়ি:- গত ৭ই মে রাতে মানিকছড়ি উপজেলা বড়ডলু এলাকা থেকে ফটিকছড়ি ও মানিকছড়ি থানার যৌথ অভিযানে মোটরসাইকেল চুরির মামলার মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুনুর রশিদ (৩৫) কে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। একইসাথে তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক জনি দত্ত (২২)কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চোরাইকৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার এসআই জিয়াউল হক জিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাইকৃত মোটরসাইকেল সহ আমরা দু’জনকে আটক করেছি। অভিযানে মানিকছড়ি থানা পুলিশ আমাদের সহযোগিতা করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলা হয়েছে জানিয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ ইবনে আনোয়ার বলেন, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মোটরসাইকেল চুরির সাথে আরো যারা জড়িত আছে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃত মোঃ হারুনুর রশিদ (৩৫) বড়ডলু মুসলিম পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি ৪নং তিনটহরী ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন এবং জনি দত্ত (২২) তিনটহরী নাথ পাড়া রতন দত্তের ছেলে। তিনি তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |