আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৮
নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রচারে গিয়ে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাজারুল ইসলাম তুর্জয় (২০) উপজেলার উত্তর নাজিরপুর গ্রামের মানিকের ছেলে।
নিহতের পরিবার জানায়, সন্ধ্যা ৬টার দিকে তিন বন্ধুসহ তুর্জয় চৌমুহনী পৌরসভার কন্ট্রাক্টর মসজিদ এলাকায় নৌকার প্রার্থী আক্তার হোসেন ফয়সালের পক্ষে ক্যাম্পিং করছিলেন। এ সময় ৩-৪ জন দেশীয় অস্ত্রধারী যুবক তাদের ধাওয়া করে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তুর্জয়কে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান সিকদার বলেন, তদন্ত করে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, নিহত তুর্জয় একটি হত্যা মামলায় দীর্ঘদিন কারাগারে ছিল। নিহতের পরিবার মামলা করলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
চৌমুহনী পৌরসভার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেয়র আক্তার হোসেন ফয়সাল বলেন, তুর্জয় আমার একনিষ্ঠ কর্মী। তারা নৌকার ভোট ক্যাম্পিং এ গেলে সন্ত্রাসীরা নির্দয়ভাবে কুপিয়ে তাকে হত্যা করে। তিনি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |