- প্রচ্ছদ
-
- ঢাকা
- ছবি আঁকার উৎসবে পুরস্কার ও প্রশংসাপত্র পেলো আফরা হোসাইন জয়ীতা
ছবি আঁকার উৎসবে পুরস্কার ও প্রশংসাপত্র পেলো আফরা হোসাইন জয়ীতা
প্রকাশ: ৩ এপ্রিল, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক সাভার ও আশুলিয়া( ঢাকা) প্রতিনিধি ঃ- সাভারে ‘স্বপ্ন আঁকো বর্ণমালায়’ স্লোগানে উৎসবমুখর পরিবেশে শিশু-কিশোরদের নিয়ে ছবি আঁকার উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২৬শে মার্চ সাভার উপজেলা পরিষদে ছবি আঁকার এই উৎসবের আয়োজন করে এসিআই লজিস্টিকস লিমিটেড- স্বপ্ন।
এতে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসাইন জয়ের ছোট কন্যা আফরা হোসাইন জয়ীতা। জয়ীতা আশুলিয়ার আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী।এসিআই লজিস্টিকস লিমিটেড-স্বপ্ন এর দেয়া প্রশংসাপত্র।
এসিআই লজিস্টিকস লিমিটেড-স্বপ্ন এর পরিচালক সাব্বির হাসান নাসির ছবি অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী আফরা হোসাইন জয়ীতাকে পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করেন। এসময় সংগঠনটির পক্ষ থেকে ‘তোমার রংতুলির ছোঁয়ায় রঙ্গিন হোক পৃথিবী। তোমার সর্বাঙ্গীণ সাফল্য কামনায় এসিআই লজিস্টিকস লিমিটেড-স্বপ্ন’ বলে প্রশংসাপত্রে উল্লেখ করা হয়।
Please follow and like us:
20 20