আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩০
বিডি দিনকাল ডেস্ক :- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শোকবার্তা:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম সভাপতি অধ্যক্ষ এনামুল করিম শহিদ গতরাতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম সভাপতি অধ্যক্ষ এনামুল করিম শহিদ এর হাত ধরে জাতীয়তাবাদী ছাত্রদল বহু চড়াই উৎরাই পার করে বর্তমানে বিএনপি’র শক্তিশালী সহযোগী সংগঠন হিসেবে সুপ্রতিষ্ঠিত। শহীদ জিয়াউর রহমান যখন বিভিন্ন শিক্ষাঙ্গনে জাতীয়তাবাদী দর্শণের বীজ বপন করেছিলেন তখন এনামুল করিম শহিদ বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণ অন্তরে ধারণ করে সেই সময়ের ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিয়ে ছাত্রদলকে সুসংগঠিত করতে নিরলস কাজ করেছেন। তিনি একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে সর্বস্তরের নেতাকর্মীর শ্রদ্ধা অর্জন করেছিলেন। অত্যন্ত উদার ও বিনয়ী মরহুম এনামুল করিম শহিদ সত্যিকারের দৃঢ়চেতা রাজনীতিক ছিলেন। নাগরিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি’র প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। দেশের এই দূর্দিনে তাঁর মতো একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ রাজনীতিকের ইহলোক ত্যাগে আমি গভীরভাবে শোকাভিভূত। আমি মরহুম অধ্যক্ষ এনামুল করিম শহিদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক এক শোকবার্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম সভাপতি অধ্যক্ষ এনামুল করিম শহিদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী, সৎ, কর্তব্যনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ মরহুম এনামুল করিম শহিদ ছাত্রদলের প্রথম সভাপতি হিসেবে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সর্বশক্তি নিয়োগ করেছিলেন। মির্জা আলমগীর বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তাঁর বলিষ্ঠ অংশগ্রহণ নি:সন্দেহে প্রশংসার দাবিদার। অমায়িক আচরণ ও বিনয়ী স্বভাবের জন্য দলের নেতাকর্মীদের নিকট তিনি ছিলেন অত্যন্ত প্রিয়ভাজন। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম সভাপতি হিসেবে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সবসময় দলের নীতি ও আদর্শের প্রতি অটল থেকে রাজনীতির সুদীর্ঘপথ পাড়ি দিয়েছেন। জনাব এনামুল করিম শহিদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাচ্ছন্ন।
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম এনামুল করিম শহিদ এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।প্রেস বিজ্ঞপ্তি—CONDOLENCE OF BNP ACTING CHAIRMAN & BNP SEC GENERAL-07-07-21
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |