- প্রচ্ছদ
-
- প্রবাসের সংবাদ
- ছাত্রদলের সমাবেশে পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আহমেদ আলী মুকিব
ছাত্রদলের সমাবেশে পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আহমেদ আলী মুকিব
প্রকাশ: ২ মার্চ, ২০২১ ৮:২৭ পূর্বাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক :- বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর খেতাব বাতিলের প্রতিবাদে
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের সমাবেশকে ঘিরে পুলিশের হামলা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মধ্যপ্রাচ্যে সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপি র সভাপতি আহমেদ আলী মুকিব।
এক বিবৃতিতে মুকিব বলেন ছাত্রদলের সমাবেশের ওপর সরকার পুলিশকে যে লেলিয়ে দিয়েছে সেটির এক অমানবিক নিষ্ঠুর দৃশ্য দেশবাসী আবারও অবলোকন করল পুলিশ বাহিনীকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করে জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং দেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে সরকার। গণবিচ্ছিন্ন, কর্তৃত্ববাদী অনৈতিক সরকার কখনো জনগণের কোনো দাবিকেই তোয়াক্কা করে না-বার বার সরকার এটাই প্রমাণ করল।
আহমেদ আলী মুকিব হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।
Please follow and like us:
20 20