আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অবকাঠামোগত হতাহতের শিকার নাগরিকদের দেখভাল করতে গিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ তাঁর রাজনৈতিক সহকর্মীদের ওপর হামলা চালায় সন্ত্রাসী ছাত্রসংগঠন ছাত্রলীগ। এতে জোনায়েদ সাকিসহ আহত হয়েছেন গণসংহতি আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমি ও সদস্যসচিব ফরহাদ জামান; ছাত্র ফেডারেশনের চট্টগ্রামের সাধারণ সম্পাদক শ্রীধাম কুমার শীল; গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও জসীম উদ্দিন এবং সদস্য কামরুন নাহার ডলি। আহত ব্যক্তিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিকে এমন দুর্দশা কবলিত রুগীদের জরুরি চিকিৎসা সেবা দিতে গিয়ে ছাত্রলীগের আক্রমণের শিকার হোন হাসপাতালে কর্তব্যরত নার্সেরা।
ছাত্র নামধারী ছাত্রলীগ সন্ত্রাসীদের এহেন পৈশাচিক বর্বরতার বিরুদ্ধে চরম প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রাজনীতি বিমুখ আওয়ামী বর্বরতার যুগে হাজারো অবর্ননীয় দূর্দশা সত্ত্বেও ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের বিকৃত পৈশাচিকতা নিয়ন্ত্রণ করতে পারছেনা। ফলে এদের নারকীয় তাণ্ডব থেকে মসজিদ থেকে মন্দির; হাসপাতাল থেকে কবরস্থান কোন কিছুই আজ আর রেহাই পাচ্ছে না! বিশ্ব যখন মানবতার স্লোগানে উদ্বেলিত ছাত্রলীগ তখন কোপাকুপিতে ব্যস্ত সর্বত্র। এখন ওদেকে প্রতিহত করার সময় এসেছে; সময় এসেছে ওদের ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলা করে সমুচিত জবাব দেওয়ার। তাই নেতৃদ্বয় ঐক্যের আহবান জানিয়ে সকল বিবেকবান মানুষকে নিয়ে এদের অব্যাহত সন্ত্রাস প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং অবিলম্বে হামলায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ এবং হামলাকারী চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |