আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:০৬
এস, এম, মনির হোসেন জীবন-বহুল আলোচিত পিরোজপুরের ভান্ডারিয়ায় ছাত্রী ধর্ষণের ঘটনার পলাতক আসামি ‘সিরিয়াল রেপিস্ট’ শামীমকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে এলিট ফোর্স র্যাব।
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এএসপি আ ন ম ইমরান খান জানান, পিরোজপুরের ভান্ডারিয়ায় ছাত্রী ধর্ষণের ঘটনার পলাতক আসামি সিরিয়াল রেপিস্ট শামীমকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোপনে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার মূখপাএ কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন বলেন, এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা ছাড়াও আর কী ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে শামীম জড়িত সে সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্হ র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |