আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২৮
রাজলক্ষ্মী মৌসুমী:-
>> ছেলেবেলায় ঈদের চাঁদ দেখার জন্য কতই না ছুটাছুটি করেছি।
>> আনন্দ নিয়েছি নিংড়ে।
>> অতীত আর বর্তমানের মাঝে
>> এখন শুধুই বৈরী ভাব।
>> সেই সুখময় ঈদের আমেজ আর নেই সমাজের বুকে।
>> মানুষ মানুষের মাঝে ভেদাভেদ বুঝিনি কখনও কেউ দেননি এই শিক্ষা,
>> যতটুকু জেনেছি আমরা মানুষ,
>> নেই কোন ভেদাভেদ পেয়েছি
>> শুধু এই দীক্ষা।
>> এ যেনো অভিধানের শব্দ কথা।
>> পরিবার, শিক্ষাঙ্গনে একি শব্দের মন্ত্র উচ্চারণ শুনেছি বহুবার।
>> ঈদ, পূজা,বড়দিন, উৎসব সবার। কারো একার নয় এই উৎসব ছিলো যেনো আমার।
>> উপভোগ করার অধিকার সবার।
>> মন্ত্র গ্রহনের মতো শিক্ষা পেয়েছি
>> সেই ছেলেবেলায়।
>> কত বায়না ধরেছি নতুন জামা চা–ই চাই কার উৎসব, কী উৎসব
>> জানিনি কখনও, জেনেছি আমাদেরি উৎসব।
>> পোলাও / মাংস/ সেমাই / ফিরনি
>> বাড়ী বাড়ী ঘুরে খেয়েছি কত নিমন্ত্রণের নাই বালাই।
>> কত আপন, কত সোহাগ ভালোবাসা নিয়েছি আাদায় করে।
>> কে হিন্দু কে মুসলিম, জানিনি কখনও। বই পুস্তকে পড়েছি বিবাহ প্রথা ছিলো আলাদা, কিন্তু এখন একি দশা! অন্য ধর্মকে করি শুধু অসম্মান।
>> নিজেকে বড় পর পর লাগে।
>> সিঁদুর /বোরখায় এখন কেনো এতো দহন জ্বালা।
>> ছেলে বেলায় দেখিনি তো কখনও এই উপহাস আর কটুক্তি?
>> মানুষের মাঝে ধর্মীয় ব্যবধান শুধু
>> এখন আমরা খুঁজে পাই।
>> আমি বলি রক্তে কেনো হলোনা আমাদের তারতম্য?
>> মানুষ সৃষ্টি একি রক্তে, অঙ্গের সৃষ্টিও একি গাঁথুনিতে, জন্ম সূত্রও
>> মায়ের কোলে। তবে—–কেনো
>> আমরা একি বৃন্তের সৃষ্টি
>> মেনে নিতে পারিনা।
>> এতো তাচ্ছিল্য, এতো ঘৃণা
>> এর হিসাব কোথায় হবে জানিনা।
>> সেই ছেলেবেলার আনন্দময় সমাজের অবয়ব আর কী ফিরিয়ে আনা যায় না?
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |