- প্রচ্ছদ
-
- রাজশাহী
- জনগণকে ঐক্যবদ্ধ করে মাঠে নামতে পারলে সরকার টিকতে পারবে নাঃ সাবেক এমপি জ্যোতি
জনগণকে ঐক্যবদ্ধ করে মাঠে নামতে পারলে সরকার টিকতে পারবে নাঃ সাবেক এমপি জ্যোতি
প্রকাশ: ২১ মার্চ, ২০২২ ৪:১২ অপরাহ্ণ
বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধবগতিতে মানুষ আজ দিশেহারা। সামনে রমজান মাস, তাই সরকারের কাছে দাবী জানাই দ্রব্যমূল্য স্থতিশীল রাখুন। রোজার মাসে যাতে শান্তিপূর্ণভাবে মানুষ রোজা রাখতে পারেন। রবিবার (২০ মার্চ ২০২২) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে স্থানীয় একটি রেস্তরায় বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড সমবায় দলের পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করে মাঠে নামতে পারলে সরকার টিকতে পারবে না। তাই সাহস করে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। তিনি বলেন, এই সরকারের ক্ষমতায় থাকার কোনো যোগ্যতা নেই। দেশের সব দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। তাই ঐক্যবদ্ধ হয়ে মঠে নেমে এই সরকারকে হটিয়ে বিএনপি’র উদ্যোগে গণতন্ত্রের সরকার গঠন করতে হবে।
৮ নং ওয়ার্ড সমবায় দলের আহবায়ক মোঃ মোস্তাক রহমানের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন, বগুড়া জেলা সমবায় দলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, গাবতলী থানা আহবায়ক এ্যাড. জহিরুল ইসলাম, সমবায় দল নেতা, সাজেদুল হাসান সাজু, মতিয়ার রহমান, মোঃ রাসেল প্রমূখ । এছাড়াও উক্ত পরামর্শ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় এবং সংগঠন শক্তিশালী করে বিএনপিকে সহযোগীতা করার আহবান জানানো হয়। ১নং ছবির ক্যাপশনঃ বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড সমবায় দলের পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি।
Please follow and like us:
20 20