আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:২২
বিডি দিনকাল ডেস্ক : বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন ,বিএনপি নারী বান্ধব দল। নারীর আর্থ সামাজিক উন্নয়নে,ক্ষমতায়নে,শিক্ষা,কল্যাণ,কর্মসংস্থান ,নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। এজন্য নারী সমাজ তাদেরকে চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তিনি আজ শুক্রবার সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তাঞ্জিল চৌধুরী লিলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলুর সঞ্চালনায় নগরীর হরি কিশোর রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম ,যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার,মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ,মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড.আরিফা জেসমিন,,উত্তর জেলা বিএনপি নেতা শাহ নুরুল কবির শাহীন, এ্যাড.নুরুল হক,হাফেজ আজিজুল হক,কামরুজ্জামান লিটন,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিদুল হক মোহন,ছাত্র দলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ,মৎস্যজীবী দলের আমিনুল হক রোমান,জাসাস সাধারণ সম্পাদক ফারদিন রহমান তালহা, মহিলা দলের সহ সভাপতি মনোয়ারা বেগম ময়না, যুগ্ম সম্পাদিকা ফেরদৌসী জাহান সুপ্তী, মোরশেদা আক্তার,,সাংগঠনিক সম্পাদিকা রোকেয়া বেগম,সহ সাংগঠনিক সম্পাদক তাহমিনা খাতুন, তাহমিনা রুপা,মনোয়ারা বেগম বক্তব্য রাখেন ।
জেলা যুবদলের সভাপতি শামসুল হক, ছাত্রদলের সভাপতি নাহিদ সাদমান ডুনন,জাসাস সভাপতি শফিকুল ইসলাম ,মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব, ওলামা দলের সাধারণ সম্পাদক মওলানা আকবর আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, বর্তমান সরকারের আমলে নারীরা সবচেয়ে বেশি নিগৃগীত হচ্ছে।ঘরে-বাইরে তারা নির্যাতিত,নিপীড়িত। নারী নির্যাতন নিত্যদিকার ঘটনায় পরিণত হয়েছে । শিশু থেকে বৃদ্ধা ধর্ষনের শিকার হচ্ছে।চলমান জনদুর্ভোগে সবচেয়ে বেশী কষ্টে আছে নারীরা একথা উল্লেখ তিনি বলেন, দুর্মূল্যের বাজারে সংসার চালাতে তারা হিমসিম খাচ্ছে। কিন্তু জনবিচ্ছিন্ন সরকার নির্বিকার। জনসমস্যা নিরসনে ব্যার্থ সরকার দুর্নীতি ,লুটপাট,অপরিনামদর্শী সিদ্ধান্ত নিয়ে জনদুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, গণতন্ত্র ,আইনের শাসন,মানবাধিকারহীন সমাজে নারীর সম্মান,মর্যাদা,নিরাপত্তা থাকে না। বিরাজমান সর্বগ্রাসী সঙ্কট থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে তিনি নারী সমাজের প্রতি চলমান আন্দোলনে অধিক হারে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |