আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৩৯
সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা:- জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৫ নভেম্বর(বৃহস্পতিবার) দুপুরে উপজেলা রোড সোনালী ব্যাংকের পূর্ব পাশে সুপরিকল্পিতভাবে “ বিসমিল্লাহ স্টিল এন্ড ফার্ণিচার” এর দোকানে প্রবেশ করে সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে দোকানের মালিকসহ তার ছেলেকে গুরুতর আহত করে। এ বিষয়ে গুরুতর আহত দোকান মালিক আজহারুল ইসলামের স্ত্রী ফেরদৌসি ইসলাম বাদী হয়ে ১৪জনকে আসামী করে সখিপুর থানায় একটি মামলা দায়ের করেছে,সখিপুর থানার মামলা নং ৭ তাং ২৬/১১/২০২১। মামলার এজাহারে জানা যায়,২৫ নভেম্বর(বৃহস্পতিবার) বেলা অনুমান ১২টার সময় এজাহারে অভিযুক্ত আসামীগণ বেআইনি জনতাবদ্বে অনধিকার প্রবেশ করে সখিপুর থানাধীন উপজেলা রোডস্থ ০৭ নং ওয়ার্ড সখিপুর পৌরসভা “বিসমিল্লাহ স্টিল এন্ড ফার্ণিচারের” দোকানে এসে আমার স্বামী মোঃ আজহারুল ইসলামকে দোকানে পেয়ে সকল আসামীরা এলোপাথারী ভাবে লাঠি,সোঠা দিয়া বাইরাইয়া আমার স্বামীর শরীরের বিভিন্ন স্থানে লিলা-ফুলা জখম করে ১নং আসামী স্টীলের পাইপ দিয়া আমার স্বামীকে হত্যার উদেশ্যে মাথায় আঘাত করিয়া মারাত্মক ফাটা রক্তাক্ত জখম করে। আমার স্বামীর ডাক-চিৎকারে আমিসহ আমার ছেলে ফয়সাল আহম্মেদ সোহাগ(৩২)এগিয়ে গেলে আসামীগণ আমাদের দুজনকেও এলোপাথারীভাবে কিল, ঘূষি, লাথি ও লাঠি দিয়া বাইরাইয়ে শরীরের বিভিন্ন জায়গায় রিলাফুলা জখম করে। আসামীদের আঘাতে আমিসহ আমার স্বামী মাটিতে পড়ে গেলে ১নং আসামী আমিনুল ইসলাম আমার কাপড়-চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায় এবং আমার স্বামীর প্যান্টের পকেটে থাকা নগদ ২ লক্ষ টাকা নিয়া যায়। ৫নং আসামী আঃ হালিম আমার গলায় থাকা ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, ১ ভরি ৪ আনা ওজনের কানের দুল ছিনিয়ে নিয়া যায়। যাবার সময় আমার স্বামীর দোকানের বিভিন্ন মালামাল ভাংচুর করে প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। আমাদের ডাক-চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে সকল আসামীগণ দ্রæত পালিয়ে যায়, আর বলে যায় যে, আজ বেঁচে গেলি আবার কোন সময় সুযোগ পেলে তোদেরকে মেরে লাশ গুম করে ফেলবো। স্থানীয় লোকজন গুরুতর আঘাতপ্রাপ্ত আমার স্বামী ও ছেলেকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সখিপুর থানার এসআই ফয়েজ উদ্দিন বলেন,মামলা রেকর্ড করা হয়েছে, আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে। অপরদিকে আজহারুল ইসলামের বাবা মুজিবর রহমান বাদী হয়ে ৫জনকে আসামী করে সখিপুর থানায় আরেকটি মামলা দায়ের করেছে(মামলা নং ০৮ তারিখ-২৬/১১/২১ইং)।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |