আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:২৫
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট নিজস্ব প্রতিনিধি:-ছোট বড় গর্ত আর খানা খন্দ ও রাস্তা ধ¦সে নদীতে পড়ে ভাঙ্গনের মধ্যেই ঝুকি নিয়ে কয়েকটি জেলার বাইপাস, সড়কের জয়পুরহাটের- খঞ্জনপুর-গতনশহর রাস্তা দিয়ে চলাচল করছে পথচারি ও বিভিন্ন ছোট বড় যানবাহন। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। জরুরি ভাবে রাস্তাটি পূর্ণ নির্মাণের প্রয়োজন ।
দিনাজপুরের হিলি স্থল বন্দর থেকে নওগাঁ, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ জেলায় মালামাল সরবরাহ ও যানবাহন চলাচল করতে জয়পুরহাট শহরের মধ্যে দিয়ে, অথবা খঞ্জনপুর-গতনশহর বাইপাস রাস্তা দিয়ে চলাচল করতে হয়। রাস্তায় ছোট বড় গর্ত সম্প্রতি কয়েকটি স্থানে নদীতে রাস্তা ধ¦সে যাওয়ায় চলাচল হয়েছে অনুপযোগী। বস্তা ভর্তি বালু দিয়ে রাস্তা রক্ষা করলেও প্রায়ই ঘটছে দূর্ঘটনা। বৃষ্টি হলে যানবাহন গুলোর বেড়ে যায় আরো ঝুকি, তারা পড়েন চরম ভোগান্তিতে। রাস্তাটির বেহাল দশায় শহরের মধ্যে দিয়ে চলছে যানবাহন গুলো। এতে বেড়ে যাচ্ছে শহরের যানজট। দ্রুত রাস্তাটি পূর্ণ নির্মাণ করার দাবি সবার।
জেলার পানি উন্নয়ন বোর্ড এর উপ বিভাগীয় প্রকোশলী, তাজমিনুর রহমান, জানালেন রাস্তাটি নদীতে ভাঙ্গনের কবলে পড়লে, বালু ভর্তি বস্তা দিয়ে রাস্তটি রক্ষা করা হয়েছের্ ।
কিন্তু ছোট যমুনায় অবাধে বাল ুউুত্তোলনের ফলে যে বিশাল ,বিশাল গর্ত সৃষ্টি হয়েছে, তার ফলে বাধঁ ভেংগে যাচ্ছে, আর রাস্তাটি ডেমেজ হচ্ছে প্রতি বছর। নদী থেকে চকশ্যাম ব্রীজ পর্যন্ত বালু উত্তোলন বন্ধ না করলে , রাস্তা ও টিকবেনা, বাঁধও ভেংগে যাবে একদিন। কয়েকদিন পুর্বে চকশ্যাম খালে কালিপুজোর সময় মুর্তি ডুবাতে গিয়ে খাদে পড়ে ২জন কলেজ শিক্ষার্থীও করুন মৃত্যু হয়েছে। রাজশাহী থেকে ডুবুরী দল এসে তাদেও উদ্ধার করে। জয়পুরহাট সদর উপজেলা প্রকোশলী মোঃ মোবারক হোসেন, জানালেন এই রাস্তার জন্য ১ কোটি ৮৮ লক্ষ টাকার ষ্টিমেট করে পাঠানো হয়েছে। বাজেট বরাদ্দ আসলে কাজ শুরু হবে।
রাস্তা দিয়ে হেটে যাওয়া যায় না, জানালেন ঐএলাকার বাসিন্দা আলমগীর হোসেন। শহরের যানজট ও দূর্ঘটনা ঝুকি লাঘব করতে বাইপাস রাস্তাটি দ্রত পূর্ন নির্মাণের দাবি জানিয়েছেন এলাকার সবাই।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |