- প্রচ্ছদ
-
- রাজশাহী
- জয়পুরহাটে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবক নিহত
জয়পুরহাটে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবক নিহত
প্রকাশ: ১ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৫৭ পূর্বাহ্ণ
জয়পুরহাট প্রতিনিধিঃ :-জয়পুরহাট ক্ষেতলালে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মিলন মন্ডল নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মিলন ক্ষেতলাল উপজেলার ইকরগাড়া গ্রামের মৃত ছাত্তার মন্ডলের ছেলে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ রাজিবুল ইসলাম জানান, গতকাল সকালে ক্ষেতলাল উপজেলার ইকরগাড়া গ্রামের বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মিলনকে প্রতিপক্ষরা লাঠি দিয়ে বেধরক মারপিট করে। এসময় সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে তার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন আজ দুপুরে সে মারা যায়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
Please follow and like us:
20 20