- প্রচ্ছদ
-
- রাজশাহী
- জয়পুরহাটে বিএনপির প্রাথীর গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত।
জয়পুরহাটে বিএনপির প্রাথীর গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত।
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি, ২০২১ ৪:৩১ অপরাহ্ণ
আবুবকর সিদ্দিক, জয়পুরহাট :- জয়পুরহাট পৌরসভার নির্বাচন আগামী ২৮ শে ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।
আজ রবিবার বিএনপির মনোনীত প্রাথী অধ্যক্ষ শামছুল হক ধানের শীষের জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন শহরের অলিতে গলিতে ও বাড়িতে। এছাড়াও নেতা কর্মীদের নিয়ে পথসভায় অংশ নিচ্ছেন।
বামন পুর চার মাথা, ও পাচুর চকের পথসভায় তিনি বলেন বর্তমান সরকার ভোটের অধিকার কেড়ে নেয়ায় ভোটাররা ভোট দিতে পারেনি ১২ টি বছর।
আমরা জনগনের ভোটের অধিকার ফিরে দিতে নির্বাচনে অংশ গ্রহণ করছি। এখন ও যদি সরকার সুষ্ঠু ভোট ২৮ তারিখে উপহার দিতে পারে তাহলে আমি ব্যাপক ব্যবধানে জয়লাভ করবো ইনশাআল্লাহ। জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র
ফজলুর রহমান বলেন, আমরা ইভিএম মেশিনে ভোটের বিরোধিতা করছি তবুও জনগনের উপর নির্বাচন কমিশন জোর করে তা চাপিয়ে দিয়েছে।
, গনতন্ত্র , ভোটের অধিকারের জন্য বিএনপি ২১ শের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাবে। ২৮ তারিখে সব ভোটার ভাইদের ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ করেন। আরও বক্তব্য দেন বিএনপির জেলা যুগ্ন আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, সহ নেতা কর্মীরা।
Please follow and like us:
20 20