- প্রচ্ছদ
-
- বাংলাদেশ
- জয়পুরহাটে বিশ্ব শিশু দিবস উদযাপন ও শিশু অধিকার সপ্তাহ শুরু
জয়পুরহাটে বিশ্ব শিশু দিবস উদযাপন ও শিশু অধিকার সপ্তাহ শুরু
প্রকাশ: ২ অক্টোবর, ২০২৩ ৯:৩৯ পূর্বাহ্ণ
আবুবকর সিদ্দিক, জয়পুরহাট : শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি । – এ প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর যৌথ উদ্যোগে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শহরের মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা শেষে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, সহকারি কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাম্মীম আজিজ সাজ , সাধারণ সম্পাদক সাবিনা আক্তার চৌধুরী প্রমূখ।
Please follow and like us:
20 20