আজ বৃহস্পতিবার | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:২০
মোঃ আবু বকর সিদ্দিক, জয়পুরহাট :- জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই শিমুলতলী পূর্ব সরাইলের মোড়ে ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। দুটি ট্রাক ওভারটে করার সময় সামনে থেকে একটি ট্রাক সেলিম নামে ওই পথচারী কে চাপাদিয়ে পিষ্ট করে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সেলিম আহাম্মেদ পাঁচবিবি পোস্ট অফিস পাড়া আনিসুর রহমানের পুত্র ।সে তাবলিগ জামাতের তিন দিনের চিল্লা দিয়ে বাসায় ফিরছিল।
অপরদিকেজয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহানুর ইসলাম (২০) নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাতে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত স্কুলছাত্র- ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও তাজপুর গ্রামের মাসুদ রানার ছেলে।
এদিকে একই দিবাগত রাতে ব্যাটারি চালিত অটো-ভ্যানের বিদ্যুৎ সংযোগ মেরামত করতে গিয়ে উপজেলার ডুগরপাড়া গ্রামের মো. খতিবর রহমানের ছেলে সাহাব উদ্দীন (৩২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ পলাশ চন্দ্র দেব ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পৃথক ঘটনায় মৃত তিন ব্যক্তির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি মামলা হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:24 PM |
Isha | 6:44 PM |