আজ মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৮:২৫
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর কেবলনগর কাজী কান্দী গ্রামে বাবা, মা, দাদী, কাকা ও ভাবীর পুরনো কবর নিজস্ব জায়গায় পারিবারিক কবরস্থানে সরিয়ে নিয়েছেন, স্থানীয় সুলতান ঢালী। সুলতান ঢালী’র দাবি আলেমদের সাথে পরামর্শ করে নিজ উদ্যোগে কবরগুলো নিজস্ব জায়গায় সরিয়ে নিয়েছেন তিনি।
জানা গেছে, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর কেবলনগর কাজী কান্দী গ্রামের একই বংশের সুলতান ঢালী ও খালেক ঢালীর মধ্যে সম্প্রতি তাদের পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়। এতে সুলতান ঢালী’র বাবা আব্দুল মজিদ ঢালী, মা মনি বেগম, কাকা সামাদ ঢালী, ভাবী জয়নব ও দাদীর পুরনো কবর খালেক ঢালী’র জায়গার মধ্যে পরে। তাই সুলতান ঢালী তার বাবা-মা সহ আত্মীয়-স্বজনের কবর নিজস্ব জায়গায় পারিবারিক কবরস্থানে সরিয়ে নেয়ার উদ্যোগ নেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২০) নিজ উদ্যোগে তিনি লোকজন নিয়ে কবরগুলো সরিয়ে নেন।
এব্যাপারে স্থানীয়রা অনেকেই জানান, খালেক ঢালী ও এলাকার মুরব্বীরা ওই কবরস্থানের জায়গা সুলতান ঢালী’কে দিতে চেয়ে ছিলেন। কিন্তু সুলতান ঢালী তার নিজ স্বার্থে এবং সুবিধার জন্য পছন্দমত জায়গা বেছে নিয়েছেন। তিনি চাইলে কবরগুলো না সরিয়ে ওই জায়গা নিতে পারতেন। কিন্তু তিনি তা না করে পুরনো কবরগুলো সরিয়ে নিয়েছেন। এটা অমানবিক ও দুঃখজনক।
এব্যাপারে সুলতান ঢালী বলেন, পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে আমার চাচতো চাচা খালেক ঢালী’র সাথে দীর্ঘদিন বিরোধ ছিল। সম্প্রতি এলাকার মুরব্বীরা আমাদের দু’জনের মধ্যে পৈত্রিক সম্পত্তি বন্টন করে দেন। এতে আমার বাবা-মা, দাদী, কাকা ও ভাবীর কবর খালেক ঢালী’র মধ্যে চলে যায়। তাই আমি আলেমদের সাথে পরামর্শ করে কবরগুলো নিজস্ব জায়গায় সরিয়ে নিয়েছি।
এব্যাপারে জয়নগর ইউপি’র সাবেক চেয়ারম্যান মিন্টু কাজী বলেন, সুলতান ঢালী নিজ ইচ্ছায় ব্যক্তিগত উদ্যোগে তার আত্মীয়-স্বজনের পুরনো কবর নিজস্ব জায়গায় সরিয়ে নিয়েছেন। এটা তার ব্যক্তিগত বিষয়। এ ব্যাপারে আমার কিছু বলার নেই।
১নং ছবির ক্যাপশন:
জাজিরার জয়নগরে নিজ উদ্যোগে স্বজনদের পুরনো কবর স্থানান্তর করলেন সুলতান ঢালী।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |